shono
Advertisement

ব্যক্তিগত ধর্মবিশ্বাসে রাষ্ট্রের হস্তক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ঐতিহাসিক এই দুই সুপ্রিম নির্দেশ এই মুহূর্তে দেশের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মত রাজনৈতিক মহলের৷ The post ব্যক্তিগত ধর্মবিশ্বাসে রাষ্ট্রের হস্তক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের appeared first on Sangbad Pratidin.
Posted: 07:37 PM Jan 02, 2017Updated: 02:07 PM Jan 02, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মানুষের ব্যক্তিগত ধর্মবিশ্বাসকে পূর্ণ মর্যাদা দিল সুপ্রিম কোর্ট৷ সোমবার ঐতিহাসিক রায়ে দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দিল, ধর্মবিশ্বাস প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার৷ সেখানে রাষ্ট্রের কোনও হস্তক্ষেপ বাঞ্ছনীয় নয়৷

Advertisement

ধর্মভিত্তিক রাজনীতি দেশে ক্রমশ মাথাচাড়া দিচ্ছিল বলে অভিযোগ উঠছিল৷ কখনও ধর্মের নামে, কখনওবা জাতিভেদের কারণে দেশের সম্প্রীতি বারবার প্রশ্নের মুখে পড়ছিল৷ কিন্তু জনমোহিনী রাজনীতির গেরোয় আটকে কোনও সঠিক পদক্ষেপ নেওয়া হয়নি৷ পরিবর্তে দোষারোপের খেলায় আরও ঘোরালো হয়েছে পরিস্থিতি৷ দেশের এই সামগ্রিত চিত্রটি বদলে ফেলতেই ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট৷ একদিকে ধর্ম থেকে রাজনীতিকে ছেঁটে ফেলা হয়েছে৷ অর্থাৎ কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব ধর্ম বা জাতির তাস খেলে আর ভোট চাইতে পারবেন না৷ সর্বোচ্চ আদালত সাফ জানিয়েছে, নির্বাচন একটি ধর্মনিরপেক্ষ প্রক্রিয়া৷ সেখানে ধর্মের কোনও জায়গা নেই৷ পাশাপাশি সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে, ধর্মবিশ্বাস প্রত্যেকের ব্যক্তিগত বিষয়৷ রাষ্ট্রের কোনওরকম হস্তক্ষেপ সেখানে বাঞ্ছনীয় নয়৷ খোলসা করে এদিন সুপ্রিম কোর্ট জানায়, ভগবানের সঙ্গে কোন মানুষের কী সম্পর্ক থাকবে, তা একান্তই ব্যক্তিগত বিশ্বাসের ব্যাপার৷ সেখানে রাষ্ট্রের নাক গলানোর কোনও অধিকার নেই৷

ঐতিহাসিক এই দুই সুপ্রিম নির্দেশ এই মুহূর্তে দেশের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মত রাজনৈতিক মহলের৷ সাম্প্রতিক অতীতে পোষণের রাজনীতিতে ধর্মীয় অসহিষ্ণুতা ক্রমশ বেড়েই চলেছিল৷ নোটবন্দি ইস্যুতে সে সব ধামাচাপা পড়লেও, এই প্রবণতা দেশের ভবিষ্যতের পক্ষে মারাত্মক হতে পারত৷ সুপ্রিম কোর্টের এই রায় তাই অনেকটাই স্বস্তির বলে মত বিশেষজ্ঞমহলের৷

 

আরও পড়ুন-

ধর্ম-জাতির নামে ভোট চাওয়া নিষিদ্ধ করল সুপ্রিম কোর্ট

The post ব্যক্তিগত ধর্মবিশ্বাসে রাষ্ট্রের হস্তক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement