shono
Advertisement

Breaking News

UFO News

চিলিতে রাতের আকাশে 'ইউএফও'! হতভম্ব নেটিজেনরা, শুরু চর্চা

ভাইরাল ভিডিওটি দেখলে মনে হবে চলচ্চিত্রের দৃশ্য!
Published By: Biswadip DeyPosted: 02:19 PM Dec 26, 2025Updated: 03:51 PM Dec 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতের নক্ষত্রখচিত আকাশে হঠাৎই রহস্যময় আলো। তা উপর থেকে ক্রমশ দিকচক্রবালের দিকে গিয়ে অন্তর্হতি হয়ে গেল! এমনই দৃশ্যের সাক্ষী হলেন চিলির বাসিন্দারা। ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি। যাকে ঘিরে জল্পনাও শুরু হল জোরকদমে। প্রশ্ন উঠল, ওটা কি ইউএফও? অর্থাৎ ভিনগ্রহীদের যান!

Advertisement

আসলে বিষয়টা হল রজ্জুতে সর্পভ্রম। অর্থাৎ দড়িকে সাপ ভেবে ভুল করা। চিলির আন্দিজ পর্বতমালায় অবস্থিত এক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র সেরো পাচন থেকে তোলা এক চমৎকার টাইমল্যাপস ভিডিওতে ধরা পড়া এই ‘রহস্যময় বস্তুটির উড়ে যাওয়া’ আসলে একটি সাধারণ রকেট ওড়ার দৃশ্য! NOIRlab-এর শেয়ার করা ফুটেজে দেখা যাচ্ছে, তারাভরা আকাশের মাথার উপর দিয়ে একটি উজ্জ্বল রেখা ধনুকের মতো বেঁকে যাচ্ছে! সেটি প্রকৃতপক্ষে একটি রকেটই।

সেরো পাচন পর্বতে জেমিনি সাউথের মতো বিশ্বমানের এক টেলিস্কোপ রয়েছে। যা একদিকে যেমন নির্মল দৃশ্য দেখায়। অন্যদিকে তেমনই কাছাকাছি অবস্থিত রকেট উৎক্ষেপণ কেন্দ্রগুলি থেকে ঘনঘন মহাকাশযান ওড়ার ঘটনাও ঘটে। সেই টেলিস্কোপেই ধরা পড়েছে রকেটটির শূন্যে মিলিয়ে যাওয়ার মুহূর্ত। টাইমল্যাপস ভিডিওতে রকেটটিকে উল্লম্বভাবে উপরে ওঠার পর কক্ষপথে বাঁক নিতে দেখা যাচ্ছে। এবং পৃথিবীর ছায়ার অনেক উপরে সূর্যের আলোয় সেটির নিষ্কাশিত ধোঁয়া আলোকিত হয়ে উঠছে। একনজরে দেখলে মনে হতেই পারে, এক রহস্যময় বস্তু আমাদের গ্রহের উপর দিয়ে উড়ে গেল।

বলে রাখা ভালো, চিলির রাতের আকাশ আশ্চর্য ঝকঝকে। আর সেই কারণেই জ্যোতির্বিজ্ঞানী থেকে মহাকাশপ্রেমী- সকলেরই প্রিয় এক 'হটস্পট' এই অঞ্চলের আকাশ। তাছাড়া স্পেসএক্সের স্টারবেস থেকে নিয়মিতই রকেট ওড়ে। ফলে সকলের কাছেই রাতের আকাশ এক ব্যস্ত মঞ্চ। একদিকে এখানকার মানমন্দির থেকে যেমন ডার্ক ম্যাটার এবং গ্রহাণু অনুসন্ধান করা হয়, পাশাপাশি রকেটের নিয়মিত উড়ানও পৃথিবীর কক্ষপথের যানজটকে স্পষ্ট করে তোলে। এই মুহূর্তে ১০,০০০-এরও বেশি উপগ্রহ মহাকাশে বিচরণ করছে! যা প্রায়শই রাতের আকাশে 'রহস্যময়' আলোকবিন্দু সৃষ্টি করে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাতের নক্ষত্রখচিত আকাশে হঠাৎই রহস্যময় আলো। তা উপর থেকে ক্রমশ দিকচক্রবালের দিকে গিয়ে অন্তর্হতি হয়ে গেল! এমনই দৃশ্যের সাক্ষী হলেন চিলির বাসিন্দারা।
  • ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি। যাকে ঘিরে জল্পনাও শুরু হল জোরকদমে। প্রশ্ন উঠল, ওটা কি ইউএফও?
  • তবে এই ‘রহস্যময় বস্তুটির উড়ে যাওয়া’ আসলে একটি সাধারণ রকেট ওড়ার দৃশ্য!
Advertisement