shono
Advertisement

‘রামায়ণ-মহাভারত হিংসায় পরিপূর্ণ’, হিন্দু ভাবাবেগে আঘাত করে মন্তব্য ইয়েচুরির

সিপিএম সাধারণ সম্পাদকের মন্তব্য ঘিরে তুমুল সমালোচনা৷ The post ‘রামায়ণ-মহাভারত হিংসায় পরিপূর্ণ’, হিন্দু ভাবাবেগে আঘাত করে মন্তব্য ইয়েচুরির appeared first on Sangbad Pratidin.
Posted: 08:41 PM May 03, 2019Updated: 08:41 PM May 03, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘কে বলেছে হিন্দুরা হিংস্র হতে পারে না? রামায়ণ ও মহাভারতেই তার ইঙ্গিত আছে৷’ দুই মহাকাব্যের উদাহরণ টেনে হিন্দুদের সম্পর্কে এমন বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়লেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি৷ নির্বাচনের মধ্যে এই ইস্যুকে হাতিয়ার করে তাঁকে আক্রমণ শানিয়েছে বিজেপি, শিব সেনার মতো রাজনৈতিক দলগুলি৷ ইয়েচুরির বিরোধিতায় সরব হয়েছে গেরুয়াপন্থীরাও৷

Advertisement

[ আরও পড়ুন: ঘূর্ণিঝড়ের মধ্যেই জন্ম, মেয়ের নাম ফণী রাখলেন দম্পতি ]

শুক্রবার ভোপালের একটি সভায় সিপিএমের সাধারণ সম্পাদক বলেন, ‘‘রামায়ণ আর মহাভারতে হিংসার ঘটনার কোটি কোটি উদাহরণ রয়েছে। একদিকে আরএসএস-এর প্রচারকরা এই গ্রন্থগুলির উদাহরণ দেয়, অপরদিকে তাঁরাই বলে হিন্দুরা হিংস্র হতে পারে না। কেবল একটি বিশেষ ধর্মের মানুষই হিংসা ছড়ায়, আর হিন্দুরা শান্তিপ্রিয়, এই কথার মধ্যে কী যুক্তি আছে?”

আরও পড়ুন: ‘বোরখা হলে, ঘোমটাও নিষিদ্ধ হওয়া উচিত’, দাবি জাভেদ আখতারের ]

সিপিএমের এই শীর্ষ নেতার বক্তব্য ছড়িয়ে পড়তেই তাঁর সমালোচনায় মুখ খোলেন বিজেপির বিদায়ী সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী৷ টুইটারে তিনি লেখেন, ‘‘এখনই নিজের নাম পরিবর্তন করা উচিত সীতারামের। উনি নাম রাখুন মার্ক্স (মার) ও লেনিন (লেনি)= মারলেনি।’’ একই ভাবে তাঁকে কটাক্ষ করেছেন শিব সেনাও৷ এমনকী, বেগুসরাইয়ের সিপিআই প্রার্থী কানহাইয়া কুমারের নামও পরিবর্তনের তুলেছেন তাঁরা৷

The post ‘রামায়ণ-মহাভারত হিংসায় পরিপূর্ণ’, হিন্দু ভাবাবেগে আঘাত করে মন্তব্য ইয়েচুরির appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement