shono
Advertisement

‘করোনা চলে যাবে একদিন’, রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রত্যয়ের সুর

২৫ জন কোভিড যোদ্ধাকে নিজের হাতে সংবর্ধনা দিলেন মুখ্যমন্ত্রী। The post ‘করোনা চলে যাবে একদিন’, রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রত্যয়ের সুর appeared first on Sangbad Pratidin.
Posted: 10:45 AM Aug 15, 2020Updated: 10:47 AM Aug 15, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘করোনা চলে যাবে একদিন/ কোভিড যোদ্ধাদের মনে রেখো’। মহামারী আবহে স্বাধীনতা দিবস। তাই রেড রোডে ৭৪ তম স্বাধীনতা দিবসে আধঘণ্টার সীমিত অনুষ্ঠানে বারবার ঘুরেফিরে এল এই সুরই। যার রচয়িতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজেই। এ রাজ্যে তিনিই করোনা যুদ্ধের সবচেয়ে বড় অনুপ্রেরণা। প্রতিবার এই বিশেষ দিনে চিরাচরিত সব প্রথাই এদিন পালিত হল রেড রোডে। কিন্তু সবই যেন প্রাণহীন। মঞ্চে অতিথি তেমন নেই, স্টেডিয়ামও দর্শকশূন্য, ট্যাবলো প্রদর্শনও নামমাত্র। সবমিলিয়ে, করোনার আতঙ্ক যেন কেড়ে নিয়েছে স্বাধীনতা দিবসের আনন্দও।

Advertisement

শনিবার পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ৯.৪৫ নাগাদ রেড রোডে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। প্রথমেই স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে তবে মঞ্চে ওঠেন। তাঁকে ‘গার্ড অফ অনার’ দেন কলকাতা পুলিশের অফিসাররা। এরপর ১০টা নাগাদ মুখ্যমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর কলকাতা পুলিশের (Kolkata Police) সংক্ষিপ্ত কুচকাওয়াজ পর্ব। তাঁদের অভিবাদন গ্রহণ করেন মুখ্যমন্ত্রী। করোনা আবহে মাত্র ৪টি ট্যাবলো প্রদর্শিত হয় রাজ্য সরকারের তরফে।

[আরও পড়ুন: পরিযায়ীদের কর্মসংস্থান ও শিক্ষক নিয়োগ, বেকারত্ব নিয়ে বিরোধীদের জোড়া ফলায় বিদ্ধ সরকার]

তারপরই এবারের সবচেয়ে উল্লেখযোগ্য অনুষ্ঠান অর্থাৎ কোভিড যোদ্ধাদের সংবর্ধনা পর্ব শুরু হয়। স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী একে একে ২৫ জনের হাতে তুলে দেন সংবর্ধনার উপহার। যাঁদের মধ্যে রয়েছেন ডাক্তার, নার্স, সাফাই কর্মী ও আশা কর্মীরা। তাঁরাও পালটা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম জানান। গোটা অনুষ্ঠান পরিচালনা করেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

[আরও পড়ুন: জটিল রহস্য ভেদেই মিলল স্বীকৃতি, কেন্দ্রীয় পুরস্কার পেলেন লালবাজার সাইবার থানার ২ অফিসার]

এরই মাঝে বারবার বেজে উঠেছে মুখ্যমন্ত্রীর কথায় ও সুরে কোভিড জয়ের গান – ‘করোনা চলে যাবে একদিন/ কোভিড যোদ্ধাদের মনে রেখো’। ইন্দ্রনীল রায়, লোপামুদ্রা মিত্রদের গাওয়া সুরে তখন সত্যিই যেন অন্য স্বাধীনতার ডাক। মহামারীর ভয় থেকে স্বাধীন হওয়ার প্রার্থনা সুরে সুরে। মেরেকেটে সবমিলিয়ে আধঘণ্টায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান হল রেড রোডে, যা ইতিহাসে প্রথম। সৌজন্যে করোনা ভাইরাস (Coronavirus)।  

The post ‘করোনা চলে যাবে একদিন’, রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রত্যয়ের সুর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement