shono
Advertisement

রনজি খেলে নিজেদের প্রমাণ করো, পূজারা-রাহানেদের বলে দিলেন সৌরভ

এর আগে বিরাট কোহলিও দুই তারকার পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন।
Posted: 04:29 PM Feb 03, 2022Updated: 04:56 PM Feb 03, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়টা ভাল যাচ্ছে না অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane) এবং চেতেশ্বর পূজারার। জাতীয় দলের জার্সিতে একেবারেই ভাল ফর্মে নেই টিম ইন্ডিয়ার দুই সিনিয়র তারকা। আগামী দিনে তাঁরা আদৌ আর ভারতীয় দলের জার্সিতে খেলার সুযোগ পাবেন কিনা, তা নিয়ে রীতিমতো সংশয় রয়েছে ক্রিকেট মহলে। সেই সংশয় আরও বাড়িয়ে দিলেন খোদ বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ইঙ্গিত দিলেন, জাতীয় দলে সুযোগ পেতে হলে এবার রনজিতে গিয়ে নিজেদের প্রমাণ করতে হবে দুই তারকাকে।

Advertisement

জাতীয় দল থেকে বাদ পড়ার পর ২০০৫ সালে নিজেও রনজি খেলেছেন সৌরভ। রনজিতে দুর্দান্ত পারফর্ম করেই জাতীয় দলে কামব্যাক করেন মহারাজ। বিসিসিআই প্রেসিডেন্ট চাইছেন রাহানে-পূজারারাও (Cheteshwar Pujara) সেই পথেই হাঁটুক। সৌরভ বলছেন, “ওরা খুব ভাল ক্রিকেটার। আমার আশা ওরা রনজি ট্রফিতে ফিরে যাবে এবং প্রচুর রান করুক। আমি নিশ্চিত ওরা খুব ভাল খেলবে। রনজি অনেক বড় টুর্নামেন্ট। আমরা সবাই রনজি খেলেছি। সুতরাং রনজি ট্রফি ভাল একটা প্ল্যাটফর্ম। আগেও যখন ওরা শুধু টেস্ট খেলত, সীমিত ওভারের ক্রিকেট খেলত না, তখনও ওরা রনজি খেলেছে।”

[আরও পড়ুন: গালওয়ানে হামলাকারী সেনাকে শীতকালীন অলিম্পিকের মশালবাহক করল চিন, সমালোচনা বিশ্বজুড়ে]

ক্রিকেট মহলের ধারণা, সৌরভ একপ্রকার স্পষ্টই দুই ক্রিকেটারকে বুঝিয়ে দিলেন দলে থাকতে হলে তাঁদের ভাল পারফর্ম করতে হবে। আসলে, শেষ দু’বছরে পূজারার একটাও সেঞ্চুরি নেই। গতবছর গড় ছিল তিরিশের কম। ২০২০ সালে আরও কম ছিল। কুড়ির একটু বেশি। রাহানের অবশ্য অস্ট্রেলিয়ার মাটিতে একটা সেঞ্চুরি রয়েছে। গড় চল্লিশের কাছাকাছি ছিল। তাঁর ক্যাপ্টেন্সিতে ভারত সিরিজও জিতে ফেরে অস্ট্রেলিয়া থেকে। কিন্তু সমস্যা হচ্ছে, গতবছর ফর্মের ধারেকাছে ছিলেন না মুম্বইকর।

[আরও পড়ুন: লম্বা চুল, হাতে রক্তমাখা অস্ত্র! নতুন অবতারে ধোনিকে দেখে জোর চর্চা নেটপাড়ায়]

অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মতো শক্তিশালী দেশের বিরুদ্ধে সিরিজ জেতার পর দক্ষিণ আফ্রিকার মাটিতে বিরাট কোহলির (Virat Kohli) ভারতের পা ফসকানোর একমাত্র কারণ ছিল মিডল অর্ডারে দুই সিনিয়র ব্যাটারের ব্যর্থতা। আর এই ব্যর্থতা নতুন কিছু নয়। একেবারে ধারাবাহিক। প্রশ্ন উঠছে, এত ধারাবাহিক ব্যর্থতার পর কি আর এদের সুযোগ দেওয়া হবে? দুই সিনিয়র ক্রিকেটারের পারফরম্যান্সে খুশি ছিলেন না টিম ইন্ডিয়ার সদ্য প্রাক্তন টেস্ট অধিনায়ক বিরাট কোহলিও। এবার সৌরভও বুঝিয়ে দিলেন, তিনিও খুশি নন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement