নন্দিতা রায়, নয়াদিল্লি: বিজেপির আইটি সেলের চেয়ারম্যান অমিত মালব্য-র বিরুদ্ধে এবারে হোটেলের ঘরে মহিলাদের ধর্ষণ এবং পুরুষদের সঙ্গে যৌন সম্পর্ক-র গুরুতর অভিযোগ আনল সমাজবাদী পার্টি। শনিবার রাতে সপা-র অফিসিয়াল মিডিয়া সেলের এক্স হ্যান্ডেলে মালব্যকে জুড়ে দিয়ে দীর্ঘ পোস্টে লেখা হয়, "আপনি নিজেই মেয়েদের হোটেলে ডেকে ধর্ষণ করেন। ছেলেদের সঙ্গে আপনার অবৈধ সম্পর্ক নিয়ে বাজারে আলোচনা হয়, এসব কী?"–বলে প্রশ্ন করা হয়েছে।
উত্তরপ্রদেশে এক নাবালিকাকে ধর্ষণের পরে সে গর্ভবতী হয়ে পড়ায় তা নিয়ে বিজেপি ও সপা-র মধ্যে যে চাপানউতোর শুরু হয়। সেই প্রক্ষিতে সপা-র দিকে নিশানা করে এক্স হ্যান্ডলে পোস্ট করেছিলেন মালব্য। তারই পালটা জবাব দিয়েছে সপা-ও। মাস খানেক আগেই মালব্য-র বিরুদ্ধে মহিলাদের যৌন শোষণের অভিযোগ জানিয়ে সরব হয়েছিলেন আরএসএস সদস্য শান্তনু সিনহা।
[আরও পড়ুন: পোর্শেকাণ্ডের ছায়া এবার উত্তরপ্রদেশে, স্কুটিচালক মহিলাকে শূন্যে উড়িয়ে দিল কিশোরের গাড়ি]
সেই অভিযোগের ভিত্তিতেই সপা মালব্যকে নিশানা করেছে। সপা-র তরফ থেকে এক্স কয়েকটি ছবি জুড়ে দিয়ে হ্যান্ডেলে লেখা হয়েছে, "প্রধানমন্ত্রী মোদি এবং মুখ্যমন্ত্রী যোগী-সহ বিজেপির সমস্ত বড় মন্ত্রী/নেতা এমনকী বিএইচইউতে ধর্ষকদের সঙ্গে আপনার ছবিও প্রকাশিত হয়েছিল। আমাদের বলুন অমিত মালব্য, ধর্ষকদের সঙ্গে যোগী-মোদির এই সম্পর্ককে কী বলে?" পরিশেষে তাঁর সংযোজন, "যোগীর বিরুদ্ধে আপনার ক্ষোভ কি মিটে গিয়েছে? লোকসভা নির্বাচনে বিজেপিকে উপযুক্ত জবাব দিয়েছেন এবং ভবিষ্যতেও দেবে।"