সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের প্রত্যেকটা ম্যাচে অশ্বমেধের ঘোড়ার মতো ছুটেছে ভারতীয় দল। কিন্তু ফাইনালে আশা ভঙ্গ। অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্বকাপ জেতার স্বপ্ন অধরা। হারের যন্ত্রণায় বিদ্ধ শুভমান গিল (Shubman Gill)। সোশাল মিডিয়ায় বিষন্নতায় ভরা পোস্ট দিয়েছেন তিনি। এদিকে সারা তেণ্ডুলকের ইনস্টাগ্রাম স্টোরিতে পরিস্থিতি সামাল দেওয়ার বার্তা বলেই খবর।
সারা ও শুভমানের সম্পর্ক নিয়ে জল্পনার শেষ নেই। এমনকী, শুভমানের খেলার সময় শচীনকন্যাকে যখনই স্টেডিয়ামে দেখা গিয়েছে, ‘সারা সারা’ স্লোগান দিয়েছেন দর্শকরা। ফাইনাল ম্যাচে মাত্র চার রানে আউট হয়েছেন শুভমান। এখনও সেই ক্ষত তাঁর বুকে। বুধবার গোটা টিমের ছবি শেয়ার করে মনের কথা লেখেন তরুণ ক্রিকেটার।
[আরও পড়ুন: ‘স্পেশাল অপস’-এর নতুন সিজনে টোটা, পরিচালক নীরজ পাণ্ডের সিরিজে কোন অবতারে অভিনেতা?]
“১৬ ঘণ্টা কেটে যাওয়ার পরও যন্ত্রণা হচ্ছে। সবটা দিয়ে ফেললেও কখনও কখনও যথেষ্ট মনে হয় না। কাঙ্খিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারিনি কিন্তু এই সফরের প্রত্যেকটা পদক্ষেপই আমাদের দলের স্পিরিট আর নিষ্ঠার প্রমাণ”, লেখেন শুভমান। এর পরই অনুরাগীদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান। সব শেষে শুভমান লেখেন, “এটাই শেষ নয়, আমাদের জয়ের আগে শেষ হতে পারে না। জয় হিন্দ।”
সারা নিজের বক্তব্যে প্রথমে অস্ট্রেলিয়াকে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের জন্য শুভেচ্ছা জানান। তার পর লেখেন, “একটা মাত্র বাজে দিন ছাড়া নিখুঁত একটা টুর্নামেন্ট সত্যিই মন ভেঙে দেয়। খেলোয়াড়, ফ্যান আর শুভচিন্তকদের মনের অবস্থা আমি বুঝতে পারছি। হার তো খেলারই অঙ্গ, কিন্তু মনে রাখবেন এই দলটাই গোটা টুর্নামেন্টে নিজেদের সেরাটা দিয়েছে।” উল্লেখ্য, ইনস্টাগ্রাম স্টোরিতে এই বার্তা দিয়েছিলেন সারা। অবশ্য, এখন আর সারা ভেরিফায়েড প্রোফাইলে এমন কোনও বার্তা নেই।