সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সত্তর সেকেন্ডের মহেন্দ্র সিং ধোনি। বিশালাকায় সব ছক্কা দিয়ে ভারতের প্রাক্তন অধিনায়ককে জন্মদিনের শুভেচ্ছো জানিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। সেই ভিডিওয় একাধিক ছক্কা থাকলেও নেই সেই আইকনিক ছক্কা। ২০১১ সালের বিশ্বকাপ ফাইনালে নুয়ান কুলশেখরাকে গ্যালারিতে ফেলে বিশ্বজয় করেছিল ভারত। সেই ছক্কা ভারতের ক্রিকেট ইতিহাসে জায়গা করে নেওয়ার কথা। কিন্তু অবিশ্বাস্য ভাবে ধোনির সেই ছক্কাই জায়গা পায়নি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পোস্ট করা ভিডিওয়।
৪২ বছরে পা দিলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। বিসিসিআই ধোনিকে শুভেচ্ছা জানিয়েছে সোশ্যাল মিডিয়ায়। টুইটারে বোর্ড লিখেছে, ”ক্যাপ্টেন, লিডার, লিজেন্ড। দেশের প্রাক্তন অধিনায়ক এবং অন্যতম সেরা একজন যিনি খেলাটাকে সমৃদ্ধ করেছেন, সেই এমএস ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা।”
মিচেল স্টার্ককে মারা বিশাল ছক্কা দেখে হতবাক হয়ে গিয়েছিলেন বিরাট কোহলি। সেই ছক্কাও জায়গা পেয়েছে ৭০ সেকেন্ডের ভিডিওয়। খুব সহজে মাঠ পার করতেন ধোনি। সেরা ফিনিশার। যত কঠিনই হোক ম্যাচ, তা ছোট করতেন। জেতার আশা শেষ পর্যন্ত জিইয়ে রাখতেন। সেই মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন আগেই। খেলে চলেছেন আইপিএল। এবারের মেগাটুর্নামেন্ট জিতেছেন ধোনি। আগামী বছরও ধোনি-ম্যাজিক দেখার অপেক্ষায় গোটা দেশ।