shono
Advertisement

ফের নারীশক্তির জয়, কুস্তিতে সোনা ভারতের সোনমের

পাশাপাশি, ৫৬ কেজি ক্যাটেগরিতে ব্রোঞ্জ পেলেন নীলম। The post ফের নারীশক্তির জয়, কুস্তিতে সোনা ভারতের সোনমের appeared first on Sangbad Pratidin.
Posted: 08:29 PM Sep 08, 2017Updated: 02:59 PM Sep 08, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব মানচিত্রে দেশের নাম উজ্জ্বল করলেন সোনম মালিক। গ্রিসের এথেন্সে অনুষ্ঠিত ক্যাডেট ওয়ার্ল্ড রেস্টলিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন তিনি। সোনম হারালেন জাপানি কুস্তিগীর সেনা নাগামোতোকে। খেলার ফল ভারতীয় খেলোয়াড়ের পক্ষে ৩-১।

Advertisement

[পোশাক কেন খোলামেলা, ফের নেটিজেনদের কুনজরে মিতালি রাজ]

বৃহস্পতিবার ৫৬ কেজি বিভাগে খেলার শুরু থেকেই রাশ নিজের হাতে নিয়ে নেন সোনম। জাপানি প্রতিদ্বন্দ্বী সেনা নাগামোতো ম্যাচে সোনমের সামনে এক মুহূর্তের জন্যও দাঁড়াতে পারেননি। সোনা জিতে উচ্ছ্বসিত সোনম। অপর এক ভারতীয় প্রতিযোগী নীলম ৪৩ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছেন। সোনম ছাড়াও আরও একটি সোনা পেতে পারে ভারত। ৬০ কেজি বিভাগে জাপানি নাওমি রুইকের বিরুদ্ধে ফাইনালে নামবেন অংশু। এর আগে প্রাথমিক রাউন্ডে রোমানিয়ার কাপেজেনকে হারিয়ে শেষ আটে উঠেছিলেন তিনি। খেলার ফল ছিল ভারতীয় খেলোয়াড়ের পক্ষে ৪-০। কোয়ার্টার ফাইনালে হারান রাশিয়ার পারোখিনাকে। ওই ম্যাচটি অংশু জেতেন ৬-২ ফলাফলে।

[প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে ডি লিট সম্মানে ভূষিত ঝুলন গোস্বামী]

এছাড়া আরও চার কুস্তিগীর সিমরন, মনীষা, মিনাক্ষী, করুণারা বিভিন্ন বিভাগে ব্রোঞ্জ পদকের জন্য খেলতে নামবেন।

[টেস্ট ব়্যাঙ্কিংয়ে এক নম্বর আসন দখলে রাখলেন বিরাটরা]

The post ফের নারীশক্তির জয়, কুস্তিতে সোনা ভারতের সোনমের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement