সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বহু গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। কিন্তু এবারই তিনি প্রথম বার খেলছেন এএফসি চ্যাম্পিয়ন্স লিগ (AFC Champions League)। এশিয়ার চ্যাম্পিয়ন্স লিগে প্রথম গোল পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
তাজিকিস্তানের ক্লাব ইস্তিকললের বিরুদ্ধে নেমেছিল আল নাসের। সেই ম্যাচে আল নাসের ৩-১ গোলে হারায় ইস্তিকললকে। রোনাল্ডো প্রথম গোল পান। অন্যদিকে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১০ ম্যাচ জিতল সৌদি আরবের ক্লাবটি। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে এটিই দ্বিতীয় জয় আল নাসেরের। এর আগে ইরানের ক্লাব পারসেপোলিসকে ২-০ গোলে হারিয়েছিল আল নাসের। সেই ম্যাচে গোল পাননি রোনাল্ডো।
[আরও পড়ুন: World Cup 2023: বাবর আজম সম্পর্কে বড় মন্তব্য গম্ভীরের, চিন্তায় ফেলতে পারে প্রতিপক্ষ শিবিরকে]
ইস্তিকলল অবশ্য প্রথমে গোল করে এগিয়ে গিয়েছিল। খেলার গতির বিপরীতেই গোলটি করেছিল তাজিকিস্তানের ক্লাব। বিরতির ঠিক আগে গোল পায় ইস্তিকলল। বিরতির আগে কোনও দল গোল পেয়ে গেলে সংশ্লিষ্ট দল অ্যাডভান্ডেজ পায়। এক্ষেত্রে কিন্তু উলটো ঘটনা ঘটল।
বিরতির পরে জ্বলে ওঠে আল নাসের। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পরে আল নাসের একের পর এক আক্রমণ তুলে আনে। ৬৬ মিনিটে সমতা ফেরান রোনাল্ডো। সিআর সেভেনের গোলের পরে বদলে যায় আল নাসের। ৭২ থেকে ৭৭ মিনিটের মধ্যে আল নাসের আরও দুটো গোল করে ম্যাচ পকেটস্থ করে ফেলে আল নাসের। সোশাল মিডিয়ায় রোনাল্ডো লিখেছেন, ”দলের সবাই খুব ভালো খেলেছে। এসিএলে প্রথম গোল করতে পেরে আমি খুশি। আমরা জিততে থাকব বলেই আশা রাখি।”