shono
Advertisement

Breaking News

‘ইস্টবেঙ্গলে খেলেই আমি খাবরা হয়েছি’, সাত বছর পরে লাল-হলুদে ফিরে নস্ট্যালজিক পাঞ্জাবতনয়

খাবরার সঙ্গে সই করছেন এডউইন এবং মন্দারও।
Posted: 05:18 PM Jun 19, 2023Updated: 05:18 PM Jun 19, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রেভর জেমস মর্গ্যান জমানার ইউটিলিটি প্লেয়ার আবার ফিরছেন ইস্টবেঙ্গলে (East Bengal)। তিনি হরমনজ্যোৎ সিং খাবরা (Harmanjot Khabra)। সাত বছর বাদে লাল-হলুদ জার্সি পরে আবার মাঠ কাঁপাবেন এই পাঞ্জাবতনয়।

Advertisement

ক্লাব তাঁবুতে পুনরায় পা দেওয়ার আগে খাবরা বলছেন, ”লাল-হলুদ রংয়ের মূল ফটক দিয়ে যে একবার বেরিয়ে এসেছে, সেই বলতে পারবে এই ক্লাবের আবেগের কথা, এই রংয়ের আবেগের কথা। সমর্থকদের হৃদয়ের টানও বুঝতে পারবেন একমাত্র তাঁরাই। আমায় হরমনজ্যোৎ খাবরা বানিয়েছে ইস্টবেঙ্গলই। সঠিক সময়ে আবার ইস্টবেঙ্গলে ফিরছি আমি।”

[আরও পড়ুন: ‘ইস্টবেঙ্গলের কোচ হিসেবে কুয়াদ্রাতই সেরা’, নয়া মরশুম নিয়ে আশাবাদী স্প্যানিশ তারকা ক্রেসপো]

 

ইস্টবেঙ্গল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে খাবরার সঙ্গে লাল-হলুদে সই করেছেন এডউইন এবং মন্দার। চেন্নাইয়িনের সঙ্গে চার বছরের চুক্তি গতমাসে শেষ হয়েছে এডউইনের। এফসি গোয়া এবং মুম্বই সিটির জার্সিতে মন্দার রাও দেশাইয়ের সাফল্য রয়েছে। লাল-হলুদ জার্সি পরতে তিনি মুখিয়ে রয়েছেন।

খাবরা ও মন্দার-এর সঙ্গে এক বছরের চুক্তি ইস্টবেঙ্গলের। এডউইনের সঙ্গে চুক্তি দু’ বছরের। তিন ফুটবলার সম্মিলিত ভাবে আইএসএলের ৩৩৭টি ম্যাচ খেলেছেন।

কার্লেস কুয়াদ্রাতের কোচিংয়ে বেঙ্গালুরুতেও খেলেছেন পাঞ্জাবতনয়। ইস্টবেঙ্গলে পুনর্মিলন ঘটবে খাবরা ও কুয়াদ্রাতের। বিভিন্ন পজিশনে খেলার ক্ষমতা রয়েছে খাবরার। পাঞ্জাবতনয় বলছেন, ”কুয়াদ্রাত যখন বেঙ্গালুরুর কোচ, সেই সময়ে একজন মিডফিল্ডারের দরকার ছিল। আমাকে মিডফিল্ডে খেলিয়েছিলেন কুয়াদ্রাত।”

মর্গ্যান-জমানায় সাত নম্বর জার্সি পরে খেলতেন খাবরা। এবারও সাত নম্বর জার্সির জন্য আবেদন করেছেন তিনি। কিন্তু কুয়াদ্রাতের কোচিংয়ে কোন পজিশনে তিনি খেলবেন? সতর্ক খাবরা বলছেন, ”প্রত্যেক খেলোয়াড়ের কাছ থেকে সেরাটা বের করে নিতে জানেন কোচ। আমাকে যে পজিশনে খেলতে বলবেন আমি সেই পজিশনেই নিজেকে উজাড় করে দেব।”

অনেক স্বপ্ন নিয়ে ইস্টবেঙ্গলে খেলতে আসছেন হরমনজ্যোৎ খাবরা। একদিন যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই নতুন করে শুরু করবেন পাঞ্জাবতনয়।

[আরও পড়ুন: ‘আইপিএল থেকে কোটি কোটি টাকা আয় ছাড়া কিছুই তো নেই’, বোর্ডের ব্যর্থতা নিয়ে মুখ খুললেন বেঙ্গসরকার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement