shono
Advertisement

এবার গোটা মরশুমের জন্য ছিটকে গেলেন পার্দো, ইস্টবেঙ্গলে এলেন সার্বিয়ার আলেকজান্ডার প্যানটিচ

নর্থইস্ট ম্যাচে চোট পেয়েছিলেন পার্দো।
Posted: 03:10 PM Feb 15, 2024Updated: 05:22 PM Feb 15, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লুকাস পার্দো গেলেন। ইস্টবেঙ্গলে এলেন আলেকজান্ডার প্যানটিচ। চোটের জন্য গোটা মরশুম শেষ হয়ে গেল ইস্টবেঙ্গলের (East Bengal) স্প্যানিশ ডিফেন্ডার পার্দোর। তাঁর জায়গায় যুদ্ধকালীন তৎপরতায় আনা হল সার্বিয়ান ডিফেন্ডার প্যানটিচকে। ভিয়ারিয়াল, রেড স্টার বেলগ্রেড, ডায়নামো কিয়েভের মতো ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে ৩১ বছরের সার্বিয়ান ডিফেন্ডারের। লাল-হলুদে যোগ দেওয়ার পরে প্যানটিচ বলছেন, ইস্টবেঙ্গলের মতো কিংবদন্তি ক্লাবে যোগ দিতে পেরে আমি খুবই আনন্দিত। 
ডার্বি ম্যাচ চলকালীন চোট পেয়েছিলেন স্পেনের মিডফিল্ডার সল ক্রেসপো। মাস খানেকের জন্য তিনি ছিটকে গিয়েছেন। এর মধ্যেই খবর লুকাস পার্দোও চোটের লাল চোখ দেখে ছিটকে গেলেন। কুয়াদ্রাত জানিয়েছেন, নর্থ ইস্টের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিল লুকাস। আর সেই চোটের জন্যই পার্দোকে ছেড়ে দিতে হচ্ছে। পার্দো সুপার কাপের দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ক্লাবকে ১২ বছর পরে সর্বভারতীয় স্তরের টুর্নামেন্ট জিততে সাহায্য করেছিলেন পার্দো।

Advertisement

[আরও পড়ুন: ‘শুধু ভদ্রলোক নয়, ক্রিকেট সবার খেলা’, অভিষেকের পর আবেগি বার্তা সরফরাজের বাবার]

স্প্যানিশ ডিফেন্ডারের ছেড়ে যাওয়া শূন্যস্থান পূরণ করার জন্য আলেকজান্ডার প্যানটিচকে আনা হল। দলের সঙ্গে মানিয়ে নিতে তাঁর যে আরও কিছুটা সময় লাগবে তা বলাই বাহুল্য। চোটআঘাতের সমস্যা ইস্টবেঙ্গল এবং কোচ কার্লেস কুয়াদ্রাতের উপরে নিঃসন্দেহে চাপ বাড়াচ্ছে। প্লে অফের রাস্তাও ক্রমশ কঠিন হচ্ছে লাল-হলুদের জন্য। আইএসএলের পয়েন্ট তালিকায় দশ নম্বরে নেমে গিয়েছে ইস্টবেঙ্গল। এই পরিস্থিতিতে শনিবার হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ম্যাচ রয়েছে লাল-হলুদের। সেই ম্যাচ জিততে পারলে পয়েন্ট তালিকায় আরও কিছুটা উপরে পৌঁছবে। দশ নম্বর থেকে কি প্লে অফে পৌঁছতে পারবে ইস্টবেঙ্গল? কাজটা প্রবল কঠিন লাল-হলুদের জন্য। নতুন সার্বিয়ান ডিফেন্ডার এসে কত তাড়াতাড়ি দলের সঙ্গে মানিয়ে নিতে পারেন সেটাই এখন দেখার। 

[আরও পড়ুন: কম ম্যাচ খেলে কমিটিতে পেয়াদাই রাজা, বেশি ম্যাচ খেলেও রাজা হয়ে রয়েছে পেয়াদা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement