shono
Advertisement

Breaking News

IND vs PAK: ভারতের কাছে হার পাকিস্তানের, ব্যাটারদেরই কাঠগড়ায় তুলছেন প্রাক্তন পাক ক্রিকেটাররা

বাবর আজমের অধিনায়কত্বের সমালোচনা পাক ক্রিকেট মহলে।
Posted: 04:35 PM Aug 29, 2022Updated: 05:11 PM Aug 29, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপে (Asia Cup) ভারতের কাছে পাঁচ উইকেটে ম্যাচ হেরেছে পাকিস্তান। প্রথমে ব্যাট করে মাত্র ১৪৭ রান তুলেছিল পাকিস্তান (Pakistan)। সেই রান তাড়া করতে নেমে খানিকটা সমস্যায় পড়ে গেলেও শেষ পর্যন্ত ঠান্ডা মাথায় ম্যাচ বের করেন ভারতীয় ব্যাটাররা। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হার মানতে হয়েছিল বিরাট কোহলির ভারতকে। সেই আরব আমিরশাহিতেই শাপমুক্তি ঘটিয়েছে রোহিত শর্মার ব্রিগেড। ম্যাচের (India vs Pakistan) পরেই পাকিস্তানের ব্যাটিংয়ের তীব্র সমালোচনা করেছেন সেদেশের প্রাক্তন ক্রিকেটাররা।

Advertisement

সেই তালিকায় সবার উপরে রয়েছেন প্রাক্তন ফাস্ট বোলার ওয়াকার ইউনিস (Waqar Younis)। ইনিংসের শুরুতেই প্রচুর ডট বল খেলেছিলেন পাক ব্যাটাররা। মন্থর ব্যাটিংয়ের তীব্র সমালোচনা করে ওয়াকার বলেছেন, “শর্ট বলের সামনে নড়বড় করছিল পাক ব্যাটাররা। এই দুর্বলতা কাটিয়ে উঠতেই হবে। ভারতীয় বোলিংয়ের বিরুদ্ধে একেবারেই সুযোগ তৈরি করে নিতে পারেনি ব্যাটাররা।” সেই সঙ্গে ভারতীয় বোলারদের প্রশংসাও করেছেন ওয়াকার।

[আরও পড়ুন:গম্ভীরকে নিয়ে বিতর্কিত মন্তব্য আফ্রিদির, শুনে হাসলেন হরভজন! নেটদুনিয়ায় চরম নিন্দা]

অন্যদিকে, ভারত-পাক ম্যাচে বোলারদের আধিপত্য বেশ উপভোগ করেছেন সুইংয়ের সুলতান ওয়াসিম আক্রম (Wasim Akram)। তবে তাঁর মতে, ভুল অধিনায়কত্বের কারণেই ম্যাচ হাতছাড়া হয়েছে পাকিস্তানের। তিনি বলেছেন, “মাঝের ওভার গুলিতে মহম্মদ নওয়াজকে বল করানো উচিত ছিল বাবরের। টি-টোয়েন্টি ম্যাচের শেষের দিকে স্পিনারদের হাতে বল তুলে দেওয়া যায় না। বিশেষত যখন হার্দিক পাণ্ডিয়া এবং রবীন্দ্র জাদেজা ব্যাট করছিল।” আক্রমের মতে, শেষের দিকে যদি ভারতকে বেশি রান করতে হত, তাহলেও হয়তো ম্যাচ বের করে নিতে পারত পাকিস্তান।

পাকিস্তানের গোটা দলকেই তীব্র আক্রমণ করেছেন শোয়েব আখতার (Shoaib Akhtar)। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেছেন, “মহম্মদ রিজওয়ান যদি প্রতি বলে রানের ইনিংস খেলে, তাহলে আর কিই বা আশা করা যায়? পাওয়ার প্লেতে মোট ১৯টি ডট বল খেলেছে পাকিস্তান। এতগুলো ডট বল খেললে তো সমস্যায় পড়তেই হবে। তাছাড়াও বাবর আজমের ওপেন করাই উচিত নয়। তিনে নেমে দায়িত্ব নিয়ে ইনিংস গড়তে হবে ওকে। তাছাড়াও প্রথম একাদশে ইফতিকার আহমেদের বদলে অন্য কাউকে খেলানোর দরকার ছিল।”

মাত্র ১৪৭ রান তাড়া করতে গিয়ে প্রথমেই সহ-অধিনায়ক কে এল রাহুলের উইকেট হারায় ভারত। সামান্য চাপে পড়ে গেলেও শেষ ওভারে ছক্কা মেরে ভারতকে ম্যাচ জিতিয়ে দেন হার্দিক পাণ্ডিয়া। একটা সময়ে মনে হয়েছিল, হয়তো ম্যাচ জিতে যাবে পাকিস্তান। সেই সুযোগ হাতছাড়া হওয়াতেই পাকিস্তান দলের প্রতি ক্ষুব্ধ প্রাক্তন পাক ক্রিকেটাররা।

[আরও পড়ুন:‘আমার সঙ্গে কথা বলবে তো?’ ভারত-পাক ম্যাচ শেষে জাদেজাকে প্রশ্ন ‘নিন্দুক’ মঞ্জরেকরের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement