shono
Advertisement
IPL 2025

সাই সুদর্শন-শুভমন জুটির ব্যাটিং ঝড়ে প্লে অফে গুজরাট, যোগ্যতা অর্জন আরসিবি, পাঞ্জাবেরও

১০ উইকেটে জয়ী গুজরাট।
Published By: Kishore GhoshPosted: 11:12 PM May 18, 2025Updated: 11:50 PM May 18, 2025

দিল্লি ক্যাপিটালস: ১৯৯/৩ (রাহুল ১১২, অভিষেক ৩০, অক্ষর ২৫, স্টাবস ২১ প্রসিধ ৪০/১)
গুজরাট টাইটান্স: ২০৫ (সাই ১০৮, গিল ৯৩)

Advertisement

১০ উইকেটে জয়ী গুজরাট।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েক সপ্তাহে ভারতের এবং ভারতীয় ক্রিকেটের উপর দিয়েও ঝড় বয়ে গিয়েছে। ভারত-পাক সংঘর্ষের পাশাপাশি খুব অল্প সময়ের মধ্যে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলির মতো দুই মহাতারকা। বিতর্ক তো বটেই পাশাপাশি মন খারাপ গোটা দেশের। এই অবহে দ্বিতীয় পর্বে প্লে অফের দৌড় শুরু হয়েছে আইপিএলে। গুজরাট টাইটান্সের সঙ্গে তুমুল ব্য়াটিংযুদ্ধের ম্যাচে রানে ফিরলেন লোকেশ রাহুল। ৬০ বলে শতরান করলেন তিনি। তারপরেও ম্যাচ জেতাতে পারলেন না। সাই সুদর্শন (১০৮) ও শুভমনের গিলের (৯৩) ব্যাটিং দাপটে হেরে গেল দিল্লি। গুজরাটের একটি উইকেট ফেলতে পারল না দিল্লি ক্যাপিটালসের বোলাররা। ইনিংসের ৬ বল বাকি থাকতেই ১০ উইকেটে জয় ছিনিয়ে নিল গুজরাট টাইটান্স।

যদিও দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম ম্যাচের প্রথম পর্বে সাক্ষী হয়েছিল কেএল রাহুলের দুরন্ত ব্যাটিংয়ের। এদিন ৬০ বলে শতরান করেন তিনি। ৫৬ বলে ১১২ রানের ইনিংস সাজানো ছিল ১৪টি চার ও চারটি ছক্কায়। স্ট্রাইক রেট ১৭২.২৯। সমস্যা হল রাহুলের পাশে দাঁড়াতে পারলেন না দিল্লির কেউ। দলের অন্য যে দুই ব্যাটে রান এল তাঁরা হলেন অভিষেক পোড়েল এবং অক্ষর প্যাটেল। রান যথাক্রমে ৩০ এবং ২৫। ফলে ১৯৯ রানে থেমে যায় দিল্লির দৌড়। সবচেয়ে বড় কথা, দ্বিতীয় পর্বে ডিসির বোলারদের খুঁজেই পাওয়া গেল না।

গুজরাটের দুই ওপেনার শুভমন ও সাই সুদর্শন প্রথম থেকে শেষ পর্যন্ত দাপটে খেললেন। প্রথম ইনিংসে রাহুল যেখানে শেষ করেছিলেন, সেখান থেকে শুরু করলেন ওঁরা। দিল্লির সব বোলারকেই মনে হল নখদন্তহীন। আসলে শিশির পড়ায় বোলারদের কাজটা আরও কঠিন হয়ে উঠেছিল। তাই বলে সাই আর শুভমনে কৃতিত্ব খাটো হয় না। ঘুড়ি ওড়ানোর মতো ছেড়ে ও ধরে খেলে ম্যাচ বের করলেন ওঁরা। ৬১ বলে ১০৮ রান করলেন সাই, ৫৩ বলে ৯৩ করলেন শুভমন। কখন যেন দিল্লির রান ডিঙিয়ে গেল গুজরাটের রানকে! তখনও আস্ত একটা ওভার বাকি। এইসঙ্গে প্লে অফ নিশ্চিত করল শুভমন গিলের দল। আজকের ফলের ভিত্তিতে আরসিবি আর পাঞ্জাবও প্লে অফ নিশ্চিত করে ফেলল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গুজরাটের দুই ওপেনার শুভমন ও সাই সুদর্শন প্রথম থেকে শেষ পর্যন্ত দাপটে খেললেন।
  • যদিও দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম ম্যাচের প্রথম পর্বে সাক্ষী হয়েছিল কেএল রাহুলের দুরন্ত ব্যাটিংয়ের।
Advertisement