shono
Advertisement

ICC ODI World Cup 2023 Final: ‘অজিদের কাছে ফাইনালে হারলেও সঠিক পথেই এগোচ্ছে ভারত’, অকপট আক্রম

মন খারাপের দিনে রোহিতদের পাশে দাঁড়ালেন আক্রম।
Posted: 12:43 PM Nov 21, 2023Updated: 01:54 PM Nov 21, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিগ পর্বে নয়ে-নয় করে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা একটা দল। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রতিপক্ষকে ৭০ রানে উরিয়ে দেওয়া। কিন্তু এর পরেও শেষরক্ষা হল না। বিশ্বকাপের (ICC ODI World Cup 2023 Final) একপেশে ফাইনালে অস্ট্রেলিয়ার (Australia) কাছে ৬ উইকেটে হেরে গিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ব্যর্থ রোহিত শর্মার (Rohit Sharma) দল। স্বভাবতই এমন হারে ভেঙে পড়েছিল ভারতের ড্রেসিংরুম। যদিও ওয়াসিম আক্রম (Wasim Akram) মনে করেন কাপযুদ্ধের মেগা ফাইনাল হারলেও ভারতীয় দল সঠিক পথেই এগোচ্ছে।

Advertisement

একটি টেলিভিশন চ্যানেলে ‘সুলতান অফ সুইং’ বলেন, “এত ভালো খেলার পরেও ফাইনালে হার। ভারতীয় দলের ক্রিকেটারদের মন-মেজাজ খারাপ তো হবেই। কিন্তু কী আর করা যাবে! একটা খারাপ দিন সব হিসাব উলটে দিল।”

[আরও পড়ুন: কাপযুদ্ধ হেরে কোন ‘কাছের মানুষ’কে পাত্তা দিলেন না বিরাট? দেখুন ভাইরাল ভিডিও]

এর পরেই ভারতীয় ক্রিকেটের প্রশংসা করে প্রাক্তন পাক অধিনায়ক বলেন, “একবার ভারতীয় ক্রিকেটের পরিকাঠামোর দিকে চোখ রাখুন। ক্রিকেটারদের জীবনযাপনের দিকে চোখ রাখুন, তাহলে বুঝতেই পারবেন এই মুহূর্তে ভারতীয় দল কোথায় দাঁড়িয়ে। তাই একটা বিশ্বকাপ ফাইনাল হারলেও ভারতীয় ক্রিকেট খেই হারাবে না। এগিয়ে যাবে সঠিক পথে।”

ভারতীয় দল আরও একবার খালি হাতে বিশ্বকাপ অভিযান শেষ করল। অনেকের মতে চিরপ্রতিদ্বন্দ্বী দেশের হারে পাকিস্তানের সাধারণ মানুষ কার্যত আনন্দ উৎসব পালন করেছেন। তবে এটাও ঠিক যে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই প্রশংসা করেছেন বিরাট কোহলিদের। ঠিক যেমনভাবে আক্রম পাশে দাঁড়ালেন রোহিতদের।

[আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ সরে দাঁড়ালেন বিশ্বজয়ী ওয়ার্নার, কিন্তু কেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement