shono
Advertisement

ICC ODI World Cup 2023 Final: রোহিত-কামিন্সদের কাপ যুদ্ধের ফাইনালে কমেন্ট্রি বক্সে বড় চমক সৌরভ-পন্টিং

আবার মুখোমুখি দুই অধিনায়ক।
Posted: 11:21 AM Nov 18, 2023Updated: 12:57 PM Nov 18, 2023

আলাপন সাহা, আহমেদাবাদ: রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামের কমেন্ট্রি বক্সে যদি ২০ বছর আগের বিশ্বকাপ ফাইনালের দুই চিরপ্রতিদ্বন্দ্বি অধিনায়ককে বসতে দেখেন, তাহলে এতটুকু অবাক হবে না। ইডেনে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অস্ট্রেলিয়া এবারের কাপ ফাইনালের (ICC ODI World Cup 2023 Final) টিকিট নিশ্চিত করার পর থেকেই ‘বিশ সাল বাদের’ আবহটা ফিরে এসেছে।

Advertisement

আর ম‌্যাচের পর একটা ছবি ভালোমতো ভাইরাল হয়ে যায়। ইডেনে দাঁড়িয়েই আড্ডা দিচ্ছেন সৌরভ গঙ্গোপাধ‌্যায় (Sourav Ganguly) আর রিকি পন্টিং (Ricky Ponting)। সেই আড্ডায় ২০০৩ জোহানেসবার্গের সেই ফাইনালের স্মৃতি রোমন্থন চলছিল কি না, তা জানা নেই। তবে রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামের কমেন্ট্রি বক্সে বারবার সেই প্রসঙ্গ চলে আসতেই পারে। মাঠে রোহিত শর্মা (Rohit Sharma)-প‌্যাট কামিন্সদের (Pat Cummins) যখন দ্বৈরথ চলবে, তখন কমেন্ট্রি বক্সে কুড়ি বছর আগের দুই অধিনায়ককে দেখা যেতেই পারে।

[আরও পড়ুন: ভারত-অস্ট্রেলিয়ার মহারণের মধ্যে মোতেরায় থাকবে বিনোদনের মেগা শো, জেনে নিন বিস্তারিত]

পন্টিং পুরো বিশ্বকাপেই ধারাভাষ‌্য দিচ্ছেন। সৌরভ অবশ‌্য এখন আর বিশেষ কমেন্ট্রি করেন না। ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পরই কমেন্ট্রি ছেড়ে দিয়েছিলেন। ব‌্যক্তিগত ব‌্যস্ততা এতটাই বেড়ে গিয়েছ, যে সে’সব সামলে কমেন্ট্রিতে খুব একটা সময় দিতে পারেন না। বিশ্ব টেস্ট চ‌্যাম্পিয়নশিপের ফাইনালে তাঁকে কমেন্ট্রি করতে দেখা গিয়েছিল। বিশ্বকাপেও ধারাভাষ‌্যের অফার ছিল ব্রডকাস্টার চ‌্যানেলের তরফে। সৌরভ অবশ‌্য জানিয়ে দিয়েছিলেন, তিনি বিশ্বকাপে কমেন্ট্রি করবেন না।

তবে সূত্রের খবর, আহমেদাবাদে মেগা ফাইনালের জন‌্য তাঁর সঙ্গে নাকি এক প্রস্থ কথা হয়েছে। যা শোনা যাচ্ছে, তাতে ফাইনালের যুদ্ধ কমেন্ট্রি বক্সে থাকতে পারেন সৌরভ। পন্টিং আর সৌরভ দু’জনে একসঙ্গে কমেন্ট্রি করতে পারেন, সেরকম একটা সম্ভাবনাও তৈরি হয়েছে। সৌরভের ঘনিষ্ঠমহলে খোঁজ নিয়ে জানা গেল, এখনও পর্যন্ত পুরো ব‌্যাপারটা চূড়ান্ত হয়নি। প্রাথমিক কথাবার্তা হয়ে আছে। সৌরভ হয়তো শনিবারই চূড়ান্ত সম্মতি জানিয়ে দেবেন।

[আরও পড়ুন: ফাইনালের আগে তুমুল নাটক পিচ নিয়ে, চর্চায় অশ্বিনও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement