shono
Advertisement

ICC ODI World Cup 2023: বিরাটকে নিজের শেষ ওয়ানডে ম্যাচের জার্সি উপহার শচীন, ফের বিশ্বজয়ের স্বপ্নে বুঁদ মাস্টার ব্লাস্টার

ভারতের জয় চেয়ে শচীনের 'বিরাট' প্রার্থনা।
Posted: 02:41 PM Nov 19, 2023Updated: 03:16 PM Nov 19, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর কাছে বরাবরই খুব প্রিয় বিরাট কোহলি (Virat Kohli)। তবে চলতি বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) মেগা ফাইনালের ঠিক আগে এহেন কিং কোহলির জন্য এমন এক মুহূর্ত অপেক্ষা করছিল কে জানত! অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে বাইশ গজে নামার কিছুক্ষণ আগে টিম ইন্ডিয়ার (Team India) ক্রিকেটারদের কাছে এসেছিলেন শচীন তেণ্ডুলকর (Sachin Tendulkar)। সেখানেই তিনি বিরাটের হাতে মাস্টার ব্লাস্টার নিজের শেষ একদিনের ম্যাচের জার্সি তুলে দিলেন। সেই ছবি বিসিসিআই (BCCI) X হ্যান্ডেলে তুলে ধরেছে।

Advertisement

বিসিসিআই-এর পোস্ট করা সেই টুইটে দুটি ছবি পোস্ট করা হয়েছে। প্রথম ছবিতে দেখা যাচ্ছে ১০ নম্বর লেখা সেই নীল রঙের জার্সি ধরে হাসিমুখে দাঁড়িয়ে আছেন বিরাট। জার্সির উপরের দিকে চিরাচরিতভাবে লেখা ‘TENDULKAR’। আর জার্সির নিচের দিকে শচীনের অটোগ্রাফ। দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে দুটি পুরনো ছবি দেখছেন বিরাট। সেখানে একফ্রেমে নিজের গুরু তথা অনুপ্রেরণা শচীনের সঙ্গে তিনি।

 

[আরও পড়ুন: টস হারলেই ম্যাচ জয়! কী বলছে অতীতের ফাইনালগুলিতে ভারতের টসের ইতিহাস?]

এদিকে আহমেদাবাদে পা রেখেই মাস্টার ব্লাস্টার বলেন, “ভারতীয় দলকে আমার শুভেচ্ছা। আজকের দিনটার জন্য সকলেই অপেক্ষা করছে। আশা করি, আমরাই ট্রফি পাব।”

২০১১ সালের বিশ্বজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন বিরাট। আর ২০২৩ বিশ্বকাপ ফাইনালে অজিদের বিরুদ্ধে মেগা ফাইনালে ব্যাট করতে নামার আগে এবার ১০ ম্যাচে সর্বাধিক ৭১১ রান করে ফেলেছেন কিং কোহলি। সর্বোচ্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১১৭ রান। গড় ১০১.৫৭। ৯০.৬৮ স্ট্রাইক রেট বজায় রেখে করেছেন ৩টি শতরান ও ৫টি অর্ধশতরান। এমনকী বিরাট তাঁর ‘আইডল’ শচীনকে টপকে সেরে ফেলেছেন একদিনের ক্রিকেটে সর্বাধিক ৫০তম শতরানও। তাই এবার বিরাটের হাতে প্রতিযোগিতার সেরার পুরস্কার হাতে উঠলে অবাক হওয়ার কিছুই থাকবে না।

[আরও পড়ুন: CWC 23 Final Live Updates: ভারতের প্রথম উইকেটের পতন, স্টার্কের শিকার হলেন গিল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement