shono
Advertisement

ICC ODI World Cup 2023: ‘সেলফিশ’ তকমা থেকে ‘বিরাট বন্দনা’! পালটি খেয়ে ব্যাপক ট্রোল হলেন মহম্মদ হাফিজ

'বিরাট' চাপে মহম্মদ হাফিজ।
Posted: 01:29 PM Nov 17, 2023Updated: 04:28 PM Nov 17, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের ৩৫তম জন্মদিনে একদিনের ক্রিকেটে ৪৯তম সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। ইডেন গার্ডেন্সে ১২১ বলে ১০১ রানে অপরাজিত থেকে ছুঁয়েছিলেন তাঁর ‘আইকন’ শচীন তেণ্ডুলকরকে (Sachin Tendulkar)। যদিও সেই ইনিংস দেখে টিম ইন্ডিয়ার (Team India) মহাতারকাকে ‘সেলফিশ’ বলে কটাক্ষ করেছিলেন মহম্মদ হাফিজ (Mohammad Hafeez)। তবে সেই বিরাট একদিনের ক্রিকেটে ৫০তম সেঞ্চুরি সেরে ফেলতেই তাঁর ‘বন্দনা’ করে প্রচারে আসার চেষ্টা করলেন পাকিস্তানের (Pakistan) প্রাক্তন অধিনায়ক ও বর্তমানের ডিরেক্টর অফ ক্রিকেট। এবার ‘বিরাট বন্দনা’-য় মজলেও, হাফিজকে কিন্তু ক্ষমা করতে রাজি নন বিরাটভক্তরা। সোশাল মিডিয়াতে হাফিজকে ব্যাপকভাবে ট্রোল করা হচ্ছে।

Advertisement

বিরাট মাইলস্টোন গড়ার পর হাফিজ তাঁর X হ্যান্ডেলে লিখেছেন, ‘অনেক শুভেচ্ছা ও অভিনন্দন বিরাট কোহলি।’ একদিনের ক্রিকেটে ৫০টি শতরান পূর্ণ করা দারুণ ব্যাপার। এভাবেই গোটা বিশ্বে ছড়িয়ে থাকা ক্রিকেটপ্রেমীদের আনন্দ দিয়ে যাও। সুস্থ থেকো। ভালো থেকো।’

[আরও পড়ুন: ‘শচীনের ১০০ সেঞ্চুরির রেকর্ড একমাত্র ভাঙতে পারে বিরাট’, সদর্পে ঘোষণা শাস্ত্রীর]

 

যদিও এই হাফিজ কিন্তু বিরাটের ৪৯তম সেঞ্চুরির পর তাঁকে কটাক্ষ করেছিলেন। একটি টেলিভিশন চ্যানেলে হাফিজ বলেছিলেন, “বিরাটের পারফরম্যান্সে স্বার্থপরতার ছবি স্পষ্ট। এটা নতুন নয়, এই নিয়ে চলতি বিশ্বকাপে এটা তিনবার হল। ৪৯তম ওভারেও সিঙ্গল নিয়ে সেঞ্চুরি পূর্ণ করতে চেয়েছে। দলের জন্য নয়,ব্যক্তিগত সাফল্যে জোর দিয়েছে বিরাট।”

কিন্তু ৫০তম সেঞ্চুরির পর ‘বিরাট বন্দনা’-য় মজলেন হাফিজ। তবুও তাঁকে ঘিরে বিতর্ক কিছুতেই থামছে না। নেটিজেনদের দাবি, হাফিজকে বেশ কয়েকবার আউট করেছিলেন বিরাট। তাই কি বিরাটকে ‘সেলফিশ’ বলেছিলেন হাফিজ? উঠছে প্রশ্ন।

[আরও পড়ুন: ‘বিশ্বকাপ জিতেই গ্রামের বাড়িতে ফিরব’, মায়ের কাছে শপথ নিলেন শামি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement