shono
Advertisement

ICC World Cup 2023: ‘শক্তিশালীদের বিরুদ্ধে হেরেছ, মাথা উঁচু রাখ’, হতাশ রোহিতদের সান্ত্বনা শচীন-গাভাসকরদের

গোটা দেশকে একসূত্রে বেঁধেছে ভারতের পারফরম্যান্স, শুভেচ্ছা যুবরাজের।
Posted: 09:01 AM Nov 20, 2023Updated: 01:32 PM Nov 20, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনেক ভালো দলের বিরুদ্ধে হেরেছ। তাই এতটুকু লজ্জিত হওয়ার দরকার নেই। ১২ বছর পর ফাইনালে উঠেও বিশ্বকাপ হাতছাড়া হওয়ার পর ভারতীয় দলকে এই বার্তা দিলেন কিংবদন্তি সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। আরেক বিশ্বকাপজয়ী যুবরাজ সিং (Yuvraj Singh) বলেন, গোটা দেশের মানুষকে একজোট করেছে বলেই শুভেচ্ছা জানানো উচিত মেন ইন ব্লুকে। বিশ্বকাপ ফাইনালে হারের পর শচীন তেণ্ডুলকরও (Sachin Tendulkar) মাঠে নেমে রোহিত শর্মাদের সান্ত্বনা দেন।

Advertisement

বিশ্বকাপে টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল ভারত। কিন্তু ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একেবারে ছিন্নভিন্ন হয়ে যায় রোহিত ব্রিগেড। ঘরের মাঠে ভারতকে দুরমুশ করে ষষ্ঠবার বিশ্বকাপ জেতে অজিরা। তার পরেই কাঁদতে দেখা যায় অধিনায়ক রোহিত শর্মা-সহ গোটা ভারতীয় দলকে। সেই সময়ে দর্শকাসন ছেড়ে মাঠে নেমে আসেন শচীন তেণ্ডুলকর। সান্ত্বনা দেন ভেঙে পড়া বিরাট কোহলিদের। ২০০৩ সালে এই একই অভিজ্ঞতা হয়েছিল স্বয়ং ক্রিকেট ঈশ্বরেরও। তবে ২০১১ সালে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিলেন।

[আরও পড়ুন: কোচ দ্রাবিড়ের ভবিষ্যৎ কী? হারের পর কী বললেন রোহিতদের হেডস্যর?]

ফাইনালে হেরেও ভারতের গর্ব করা উচিত বলে মনে করেন বিশ্বকাপজয়ী সুনীল গাভাসকর। ম্যাচের শেষে লিটল মাস্টার বলেন, “অবশ্যই খুব খারাপ লাগছে। তবে এই ভারতীয় দলের জন্য আমাদের গর্ব করা উচিত। ওরা দুর্দান্ত ক্রিকেট খেলেছে। সবসময় সবকিছু আমাদের পক্ষে যায় না। তবে দলের জন্য আমি গর্বিত। শক্তিশালী দলের বিরুদ্ধে হারলে কোনও লজ্জা নেই। অস্ট্রেলিয়া আজকে ভারতের চেয়ে অনেক ভালো খেলেছে।”

হেরে গেলেও রোহিতদের মাথা উঁচু রাখতে হবে বলে বার্তা যুবরাজ সিংয়ের। ২০১১ সালের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট টুইট করে লেখেন, “গোটা বিশ্বকাপে অসাধারণ খেলেছে টিম ইন্ডিয়া। ফাইনাল না জিতলেও টুর্নামেন্টে অসাধারণ মুহূর্ত উপহার দিয়েছ। একসূত্রে বেঁধেছ গোটা দেশকে। তাই মাথা উঁচু রাখ।” 

[আরও পড়ুন: মেগা ফাইনালে পন্টিং, গিলক্রিস্টের রেকর্ডে ভাগ বসিয়ে কী বলছেন ম্যাচের সেরা ট্রাভিস হেড?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement