সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিওনেল মেসি (Lionel Messi) এখন আর রেকর্ডের পিছনে ছোটেন না। বরং রেকর্ডই ধাওয়া করে তাঁকে।
ইন্টার মায়ামির হয়ে নামার পর থেকেই গোলের মধ্যে রয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। অভিষেক ম্যাচে ক্রুজ আজুলের বিরুদ্ধে খেলার একেবারে শেষলগ্নে গোল করেছিলেন এলএম ১০। আটলান্টা ইউনাইটেডের বিরুদ্ধে করেন জোড়া গোল। আর সেই গোল করার ফলেই নতুন এক রেকর্ড গড়লেন মেসি। সারা বিশ্বের মোট ১০০টি ক্লাবের বিরুদ্ধে গোল করার নজির গড়লেন মেসি। মোট ২৩টি দেশের ১০০টি বিভিন্ন ক্লাবের বিরুদ্ধে গোল করেন আর্জেন্টাইন মহাতারকা।
ফুটবল কেরিয়ারে বার্সেলোনাতেই বেশি সময় কাটিয়েছেন মেসি। বার্সা থেকে প্যারিস সাঁ জাঁ-তে সই করেন মেসি। প্যারিসের ক্লাব ছেড়ে মেসির নতুন ঠিকানা এখন ইন্টার মায়ামি। অর্থাৎ ইন্টার মায়ামি মেসির তৃতীয় ক্লাব। বার্সা ও প্যারিস সাঁ জাঁর হয়ে ৯৮টি ভিন্ন ক্লাবের হয়ে গোল করেছিলেন মেসি।
[আরও পড়ুন: ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ওয়ানডে অভিষেক মুকেশ কুমারের, পাওয়ারপ্লেতেই পেলেন উইকেট]
ইন্টার মায়ামি মেসির তৃতীয় ক্লাব। এর আগে বার্সেলোনা ও পিএসজির হয়ে ৯৮টি আলাদা প্রতিপক্ষের বিপক্ষে ৭০৪টি গোল করেছিলেন মেসি। ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পরে দুটো ক্লাবের বিরুদ্ধে খেলেছেন তিনি। ক্রুজ আজুল ও আটলান্টা ইউনাইটেড, এই দুটো ক্লাবের বিরুদ্ধে নেমে তিন-তিনটি গোল করেন এলএম ১০।