সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাতার বিশ্বকাপে (Qatar World Cup) ঠিক যেখানে শেষ করেছিলেন, প্যারিস সাঁ জাঁর-র (PSG) হয়ে ঠিক সেখান থেকেই শুরু করলেন লিওনেল মেসি (Lionel Messi)। বিশ্বজয়ের পর ছুটি কাটিয়ে ক্লাবের জার্সিতে ফিরতেই স্বমহিমায় আর্জেন্টাইন মহাতারকা। কাতারে আর্জেন্টিনার হয়ে ‘এলএম ১০’ গোল করেছেন, গোল করিয়েছেন। প্যারিস সাঁ জাঁ-র হয়ে লিও মেসি অঁজেরের বিরুদ্ধে ৭২ মিনিটে গোলটি করেন। ম্যাচের আগেই প্যারিস সাঁ জাঁ সমর্থকরা মেসিকে নিয়ে উচ্ছ্বসিত ছিলেন। ওয়ার্ম আপে মেসির বল রিসিভিং দেখে সমর্থকরা মুগ্ধ হন।
পিএসজি আগেই জানিয়ে দিয়েছিল মাঠে সংবর্ধনা দেওয়া হবে না মেসিকে। কিন্তু পার্ক দ্য প্রিন্সেসের পাবলিক অ্যাড্রেস সিস্টেমে আর্জেন্টাইন তারকার নাম ঘোষণা হতেই দর্শকরা মেসির নাম ধরে চিৎকার করতে শুরু করেন।
[আরও পড়ুন: ইডেনে ভারত-শ্রীলঙ্কা ম্যাচের আগে বন্ধ শহরের একাধিক রাস্তা, ভোগান্তিতে নিত্যযাত্রীরা]
খেলার ৫ মিনিটে উগো একিতেকের গোলে এগিয়ে যায় পিএসজি। দ্বিতীয় গোলের জন্য পিএসজি-কে অপেক্ষা করতে হয় ৭২ মিনিট। গোলটির আগে নেইমার, র্যামোস. ওয়ারেন জাইরের সঙ্গে ছোট ছোট পাস খেলে গোলটি করেন মেসি। এই গোল নিয়ে এবারের শেষ পাঁচটি ম্যাচে ষষ্ঠ গোলটি করলেন ‘এলএম ১০’। পিএসজি-র ম্যানেজার ক্রিস্টোফ গালতিয়ের বলেন, ”বিশ্বের সেরা প্লেয়ারকে আরও একবার আমরা দেখলাম। এটা প্রমাণিত যে আমাদের সঙ্গে মেসি মাঠে থাকা মানে অনেক কিছু বদলে যায়। যে খেতাব এতদিন অধরা ছিল তা পেয়ে খুশি মেসি।”
প্রয়াত কিংবদন্তি পেলের প্রতি শ্রদ্ধা জানান মেসি ও নেইমার-সহ সাঁ জাঁর ফুটবলাররা। ফুটবল সম্রাটের স্মরণে তৈরি টি-শার্ট পরে গা গরম করেন দু’ জন। এই মুহূর্তে ফরাসি লিগে শীর্ষ স্থানে রয়েছে পিএসজি। ১৮টি ম্যাচে সাঁ জাঁ-র সংগ্রহ ৪৭ পয়েন্ট।