shono
Advertisement

আগামী বছর আইএসএল খেলতে হবে, মহামেডানকে বার্তা মুখ্যমন্ত্রীর, ঘোষণা অনুদানেরও

আইএসএল খেলার জন্য মহামেডানকে ক্রাউডফান্ডিং চালুর পরামর্শ মুখ্যমন্ত্রীর।
Posted: 04:47 PM Aug 16, 2023Updated: 04:59 PM Aug 16, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইস্টবেঙ্গল আইএসএল খেলছে। মোহনবাগান আইএসএল খেলছে। মহামেডান কেন খেলবে না? সাদা-কালো ব্রিগেডের নবনির্মিত তাঁবুর উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যেন লক্ষ লক্ষ মহামেডান সমর্থকের মনের কথা বলে দিলেন। ক্লাব কর্তাদের কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বললেন, “আগামী মরশুমেই আইএসএল খেলতে হবে। এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিন।”

Advertisement

এদিন মহামেডানের নতুন তাঁবুর উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী আইএসএল (ISL) খেলার জন্য মহামেডান কর্তাদের ক্রাউডফান্ডিং চালু করার পরামর্শ দেন। তিনি বলেন,”আইএসএলে কেন খেলবে না মহামেডান? ১ টাকা করে সমর্থকরা দিলেই হয়ে যাবে। দরকার পড়লে ওরিয়েন্টাল চেম্বার অফ কমার্সের সাহায্য চাইতে পারে মহামেডান (Mohammedan Sporting Club)। ওরা সংখ্যালঘুদের বহু কাজ করে।”

[আরও পড়ুন: স্বাধীনতা দিবসের স্পেশ্যাল ভিডিও থেকে বাদ ইরমান খান, সমর্থকদের রোষানলে পাক বোর্ড]

মুখ্যমন্ত্রী যখন ভাষণ দিচ্ছেন, সেসময় মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের একাধিক মন্ত্রী। ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সুজিত বোসদের উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন, আগামী বছর আইএসএল হবে তো? দরকার পড়লে মহামেডানকে নিজেও সাহায্য করবেন বলে জানিয়েছেন মমতা। তিনি বলেন,”সমর্থকদের এগিয়ে আসতে হবে। দরকার পড়লে আমিও সাহায্য করব। আমি মাইনে নিই না। পেনশনও নিই না। শুধু বই বিক্রি করে চলে। তাও আপনাদের সাহায্য করব।”

[আরও পড়ুন: ঘোষিত কিংস কাপের নকআউটের সূচি, সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ইরাক]

রাজ্য সরকারও যে মহামেডান-সহ গোটা ময়দানের পাশে থাকবে, সেটা এদিন আরও একবার বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন মহামেডানের গ্যালারির ছাউনির কাজের জন্য ৬০ লক্ষ টাকা সাহায্য করার কথা ঘোষণা করেছেন তিনি। এদিন মমতা বলেন, “আপনাদের মাঠটা খুব সুন্দর হয়েছে। এটাকে এখন ভরাতে হবে। সেনার অনুমতি পেলে এটা আবার পরে বাড়াবেন। গ্যালারির কাজের জন্য আমি ৬০ লক্ষ টাকা দিয়ে যাচ্ছি। কিন্তু আমি এসে দেখতে চাই যে এটার কাজ শেষ হয়েছে।” মুখ্যমন্ত্রী এদিন জানান, মহামেডানকে গ্যালারির জন্য সাড়ে ৭ কোটি টাকা সাহায্য করেছে রাজ্য সরকার। একইভাবে সাহায্য করা হয়েছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানকেও (Mohun Bagan)।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement