সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের শুরুর দিকে ভালো খেলছিল না অস্ট্রেলিয়া (Australia)। প্রথম দুটো ম্যাচে পা হড়কেছিলেন অজিরা। ‘গেল গেল’ রব উঠেছিল। এ কোন অস্ট্রেলিয়া, এমনটাও বলেছিলেন অনেকে। কিন্তু টুর্নামেন্ট যত গড়ায়, ম্যাচ যত খেলতে থাকে অজিরা, হলুদ জার্সি উজ্জ্বল থেকে আরও উজ্জ্বল হয়।
তেইশের বিশ্বকাপ সেটাই দেখিয়ে গেল। তাই অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজলউড (Josh Hazlewood) বলছেন, বড় ম্যাচে নামার আগে আত্মবিশ্বাস অস্ট্রেলিয়া দলকে এক অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।
সেই কারণেই বৃহস্পতিবারের ইডেনে প্রোটিয়া ব্রিগেড যখন অজিদের নাভিশ্বাস তুলে দিয়েছিল, তখনও অস্ট্রেলিয়া নিজেদের জয় নিয়ে নিশ্চিত ছিল। বড় ম্যাচ কীভাবে বের করতে হয়, তা অজিদের ভালোই জানা। রবিবার মেগাফাইনাল (The Final)। সেই ম্যাচের আগে অজিরা গল্ফ খেলে নিজেদের হালকা রাখার চেষ্টা করবেন। হ্যাজলউড আগেই জানিয়ে দিয়েছেন তা।
[আরও পড়ুন: ‘বিশ্বকাপ জিতেই গ্রামের বাড়িতে ফিরব’, মায়ের কাছে শপথ নিলেন শামি]
রবিবাসরীয় ফাইনালের আগে হাতে যে সময় রয়েছে, সেই সময়ে অজিরা গল্ফ খেলবেন, নিজেদের মধ্যে হাসিঠাট্টায় মেতে উঠবেন একথা বলাই বাহুল্য। বড় ম্যাচ বেশি খেলার অভিজ্ঞতাই অস্ট্রেলিয়াকে এগিয়ে রেখেছিল ইডেনের শেষ চারে।