সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা দশ ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল ভারত (Team India)। মেগাফাইনালে স্বপ্ন ভাঙে টিম ইন্ডিয়ার। ভারতের এই বিপর্যয়ের কারণ কি অতিরিক্ত আত্মবিশ্বাস? ওয়াঘার ওপারে কিন্তু এমন থিওরির কথাই বলা হচ্ছে।
প্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদির (Shahid Afridi) মতে, অতিরিক্ত আত্মবিশ্বাসেরই খেসারত দিতে হয়েছে ভারতকে। বুম বুম আফ্রিদির মন্তব্য সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
সামা টিভিতে ভারতের ব্যাটিং নিয়ে বিশ্লেষণ করার সময়ে শাহিদ আফ্রিদিকে বলতে শোনা গিয়েছে, ”যখন সবকটি ম্যাচ কেউ জিতে যায়, তখন স্বাভাবিক ভাবেই অতিরিক্ত আত্মবিশ্বাস জন্মায়। আর এই আত্মবিশ্বাস অনেক সময় বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায়।”
[আরও পড়ুন: হ্যারিস রউফের সঙ্গে পাক বোর্ডের বেজায় ঝামেলা! কোন বিতর্কে জড়ালেন তারকা পেসার?]
এদিকে ফাইনালের বিশ্লেষণ করতে বসে পাকিস্তানের প্রাক্তন পেসার মহম্মদ আমির পরোক্ষে লোকেশ রাহুলকে দায়ী করেছেন। বলেছেন লোকেশ রাহুল অতিরিক্ত বল খেলায় কোহলির উপরে চাপ তৈরি হচ্ছিল। বাড়তে থাকা চাপের জন্যই কোহলিকে আউট হতে হয়েছে বলে জানিয়েছিলেন মহম্মদ আমির।