shono
Advertisement
Ramiz Raja

'মেক সাম নয়েজ', তবু নীরব দর্শক! বাংলাদেশে শাস্ত্রীকে নকল করে হাসির খোরাক রামিজ রাজা, ভাইরাল ভিডিও

ভারতবিদ্বেষের বাংলাদেশে এখন পাকিস্তানি ক্রিকেটারদের ভিড়। ধারাভাষ্য ও সঞ্চালনার কাজও পাচ্ছেন প্রাক্তন পাক ক্রিকেটাররা।
Published By: Kishore GhoshPosted: 07:23 PM Jan 19, 2026Updated: 08:38 PM Jan 19, 2026

'ঢাকা, মেক সাম নয়েজ', এই বাচনভঙ্গি আধুনিক ক্রিকেটের ধারাভাষ্য এবং সঞ্চালনার রাজা ভারতের প্রাক্তন ক্রিকেটার রবি শাস্ত্রীর। বাংলাদেশে প্রিমিয়ার লিগের ম্যাচে তাঁকেই নকল করতে গিয়ে হাসির খোরাক হলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার রামিজ রাজা। ভারতবিদ্বেষের বাংলাদেশে এখন পাক ক্রিকেটারদের ভিড়। সঞ্চালক হিসাবেও একাধিক প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার সেখানে কাজ পাচ্ছেন। কিন্তু ভারত ও বাংলাদেশ ক্রিকেট সংস্কৃতির মধ্যে যে বিস্তর ফারাক, তা টের পেলেন রামিজ। সোশাল মিডিয়ায় ভাইরাল হাস্যকর মুহূর্তের ভিডিও। কটাক্ষ করল নেটিজেনরা।

Advertisement

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলায় আপত্তি নিয়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। ভারত থেকে বাংলাদেশের ম্যাচ সরানো, গ্রুপ বদল-সহ একাধিক দাবি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রীতিমতো বিবৃতি দিয়ে ঢাকাকে সমর্থনের কথা ঘোষণা করেছে পাকিস্তান। এর মধ্যেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের একটি ম্যাচে টসের আগে মাইক হাতে দর্শকদের তাতানোর চেষ্টা করেন রামিজ। রবি শাস্ত্রীকে নকল করে তিনি বলেন, "ঢাকা, মেক সাম নয়েজ"। সাধারণত এমন বলার পর দর্শকরা উল্লাসে ফেটে পড়েন। কিন্তু রামিজের কথায় হেলদোল ছিল না স্টেডিয়াম উপস্থিত দর্শকদের মধ্যে। বরং শ্মশানের শান্তি বিরাজ করছিল।ঢোক গিলে প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার বলেন, ‘ওরা কেউ চিৎকার করতে চান না।’

এই ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। নেটিজেনদের আক্রমণের মুখে পড়েছেন রামিজ রাজা। কেউ লিখছেন, কাউকে নকল করলেই হয় না, নিজস্ব কিছুও দরকার। পাশাপাশি নীরব বাংলাদেশি দর্শকদের নিয়েও ব্যাঙ্গাত্মক মন্তব্য করছেন নেটাগরিকদের একাংশ।

উল্লেখ্য, কেবল ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলায় আপত্তিই নয়, মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইড রাইডার্স থেকে বাদ দেওয়া নিয়েও দুই দেশের ক্রিকেট মহলে উত্তেজনা বর্ধমান। মাঝে বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল মন্তব্য করেন, ভারতে টি-২০ বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেটারদের কথা ভাবা উচিত। একথা বলায় তাঁকে বাংলাদেশের কট্টরপন্থীরা 'ভারতের চর' বলে আক্রমণ করে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement