shono
Advertisement

মিতালিদের প্রশংসা করতে গিয়ে ফের নেটিজেনদের রোষের মুখে শোভা দে

বিরাট কোহলিদের অপমান করলেন তিনি! The post মিতালিদের প্রশংসা করতে গিয়ে ফের নেটিজেনদের রোষের মুখে শোভা দে appeared first on Sangbad Pratidin.
Posted: 04:24 PM Aug 02, 2017Updated: 10:54 AM Aug 02, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “কোথায় গিয়ে থামবেন আপনি?” লেখিকা শোভা দে’র উপর বিরক্ত হয়ে এমনই প্রশ্ন তুলছেন নেটিজেনরা। দেশের ক্রীড়াদুনিয়া নিয়ে মাঝেমধ্যেই নিজের ‘সচেতনতা’ সোশ্যাল মিডিয়ায় জাহির করতে অভ্যস্ত এই বিখ্যাত লেখিকা। আর তা করতে গিয়ে এমন মন্তব্য করে বসেন, যে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। এবার মহিলা ক্রিকেট দলের প্রশংসা করতে গিয়ে বিরাট কোহলিদেরই অপমান করে বসলেন তিনি।

Advertisement

মিতালি রাজের নেতৃত্বে দ্বিতীয়বার বিশ্বকাপ ফাইনালে পৌঁছেছিল উইমেন ইন ব্লু। ট্রফি হাতছাড়া হলেও দুর্দান্ত পারফর্ম করে দেশবাসীর মন জয় করে নিয়েছেন হরমনপ্রীত-ঝুলনরা। বিশ্বমঞ্চে সাফল্যের জন্যই এতকালের অবহেলা আর তাচ্ছিল্য দূর হয়েছে অনেকটাই। যে দেশে টিম ইন্ডিয়া বলতে শুধুই বিরাট-ধোনিদের দলকে বোঝেন ক্রিকেটপ্রেমীরা, সেখানে সমানভাবে জায়গা করে নিতে পেরেছেন মিতালি রাজরা। দেশে ফেরার পর থেকেই সংবর্ধনা জানাচ্ছে প্রতিটি ক্রিকেটারের রাজ্য সরকার। কোনও ক্রিকেটারকে চাকরিতে উচ্চপদে সম্মানিত করা হচ্ছে, তো কারও হাতে তুলে দেওয়া হচ্ছে নামী ব্র্যান্ডের গাড়ির চাবি। নিজেদের পারফরম্যান্স দিয়েই এই সম্মান জিতে নিয়েছে মিতালি অ্যান্ড কোং। আর এতেই যেন আপত্তি লেখিকা শোভা দের। টুইটারে লিখেছেন, “যে ঈশ্বর, এই অসাধারণ প্রতিভাবান মহিলা ক্রিকেটারদের আর্থিক লোভ থেকে দূরে রেখো। যা পুরুষ দলের বেশিরভাগ ক্রিকেটারকেই ডুবিয়ে ছেড়েছে।” অর্থাৎ, মহিলাদের প্রশংসা করতে গিয়ে বিরাট কোহলিদের একহাত নিয়েছেন শোভা দে। এমনকী লোভী আখ্যা দিতেও ছাড়েননি। আর এরপরই শুরু হয় বিতর্ক।

[দেশের মাটিতে ২৩টি ম্যাচ খেলবে ভারত, জোড়া প্রাপ্তি ইডেনের]

অনেকে প্রশ্ন তুলেছেন, শোভা দের কথা থেকে মনে হচ্ছে, মহিলাদের খ্যাতি সামলানোর ক্ষমতা নেই। আর তাই তাঁদের সাফল্যকে সম্মান জানানোরও প্রয়োজন নেই। অনেকে আবার টিম ইন্ডিয়ার সাফল্যের খতিয়ান তুলে ধরে প্রমাণ করে দিয়েছেন বিশ্ব ব়্যাঙ্কিংয়ে বিরাটদের থেকে এখনও পিছিয়ে মিতালিরা। আর এটাই প্রমাণ করে আর্থিক চাকচিক্য বিরাটদের শেষ করে দেয়নি। এক নেটিজেনের বক্তব্য, দীর্ঘদিন ধরে খ্যাতি সামলে শচীন তেণ্ডুলকর সেরা হয়ে উঠতে পেরেছেন। এরপরও কীভাবে তিনি এই এমন মন্তব্য করতে পারেন। অন্য আরেকজন বলছেন, বিরাটদের নিন্দা না করেও মিতালিদের প্রশংসা করা যেত। ক্ষুব্ধ নেটিজেনরা চাইছেন, যে বিষয়গুলি শোভা দে বোঝেন না, তা নিয়ে তাঁর টুইট না করাই ভাল।

[স্বপনহীন ইস্টবেঙ্গল দিবসে পুরস্কৃত নইম-সুভাষ-ধনরাজরা]


এর আগে রিও অলিম্পিকে ভারতীয় অ্যাথলিটদের পদক জয় না নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছিলেন লেখিকা। বলেছিলেন, তাঁরা বিদেশে ঘুরতে আর সেলফি তুলতে গিয়েছেন। আবার সম্প্রতি রবি শাস্ত্রীর কোচ হওয়া নিয়ে ছবি পোস্ট করেও বিতর্কে জড়িয়েছিলেন তিনি। এবার তাঁর এমন টুইটে ফের বিতর্ক মাথাচাড়া দিল।

The post মিতালিদের প্রশংসা করতে গিয়ে ফের নেটিজেনদের রোষের মুখে শোভা দে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার