shono
Advertisement

Breaking News

নার্ভাস নাইন্টি-তে খারাপ শট! বিতর্ককে পিছনে ফেললেও সেঞ্চুরি হাতছাড়া শ্রেয়সের

নিন্দুকদের জবাব ব্যাটেই দিলেন শ্রেয়স আইয়ার।
Posted: 04:32 PM Mar 12, 2024Updated: 12:28 PM Mar 13, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর চোট নিয়ে নানা মুনির নানা মত। রনজি ট্রফি (Ranji Trophy) না খেলার জন্য বিসিসিআইয়ের (BCCI) কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ গিয়েছেন। তবে সেই রনজি ট্রফির ফাইনালকে ফিরে আসার মঞ্চ হিসেবে বেছে নিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। ঘরের মাঠে ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিদর্ভের (Vidarbha) বিরুদ্ধে রনজি ফাইনাল খেলছে মুম্বই (Mumbai)। এমন মেগা ইভেন্টে জ্বলে উঠল শ্রেয়সের ব্যাট।

Advertisement

ফাইনাল দেখতে উপস্থিত ছিলেন শচীন তেণ্ডুলকর (Sachin Tendulkar)। সঙ্গে ছিলেন কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত (Chandrakant Pandit)। এমন দিকপালদের সামনেই নিজেকে তুলে ধরলেন নাইট অধিনায়ক শ্রেয়স। তবে বাজে শট খেলে আউট হওয়ার জন্য অল্পের জন্য শতরান ফেলে এলেন শ্রেয়স। ১১১ বলে ৯৫ রানে থামলেন মারকুটে ব্যাটার। ৮৫.৫৮ স্ট্রাইক রেট বজায় রেখে মারলেন ১০টি চার ও ৩টি ছক্কা।

[আরও পড়ুন: রনজি ফাইনালের মঞ্চে শচীনের সামনেই তাঁর কোন রেকর্ড ভাঙলেন সরফরাজের ভাই মুশির?]

প্রথম ইনিংসে মাত্র ৭ করে ফিরেছিলেন। বাজে আউট হওয়ার জন্য সমালোচনাও চলছিল শ্রেয়সকে নিয়ে। দ্রুত সব আলো কেড়ে নেওয়ার সুযোগ ছিল শ্রেয়সের। শুরু থেকেই বিদর্ভের বোলাররা থামাতে পারেননি তাঁকে। শ্রেয়স কিন্তু বিপক্ষের বোলারদের পড়তে পারছিলেন। ১০টা চার ও ৩টে ছয় মেরে আশির ঘরে ঢুকে পড়েছিলেন। তার পরই একটু সময় নিলেন। শতরানের যে দরকার ছিল, শ্রেয়সকে দেখেই বোঝা যাচ্ছিল। বিতর্ক আর সমালোচনা গা থেকে ঝেড়ে ফেলতে চাইছিলেন একটা ইনিংসেই। ঘরোয়া ক্রিকেটকেও সমান গুরুত্ব দেন, ফাইনালে শতরান করে সেটাই বোঝাতে চেয়েছিলেন শ্রেয়স। কিন্তু তিন অংকের রানে পৌঁছতে পারলেন না।

নার্ভাস নাইন্টিতে একটা ভুল করে বসলেন। অপ্রয়োজনীয় শট। বোলারের উপর দিয়ে বাউন্ডারি মারতে চেয়েছিলেন ৯৫ রানে থাকা শ্রেয়স। ব্যাটে-বলে সংযোগ হল না। লং বাউন্ডারিতে ক্যাচ দিয়ে ফিরলেন। তবে শতরান মাঠে ফেলে এলেও, তাঁর এই লড়াকু ইনিংস স্বস্তি না হলেও তাঁর ইনিংস স্বস্তি দেবে কেকেআর সমর্থকদের।

[আরও পড়ুন: ইডেনের গ্যালারি থেকে শ্রেয়স-রাসেলদের দেখতে হলে খরচ কত?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement