সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সামনে নেইমারের প্যারিস সাঁ জাঁ। আর লিওনেল মেসির বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি ফ্যাব্রাগাসের চেলসি। সোমবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র ঘোষিত হল।
[অবশেষে কলকাতায় পা রাখলেন ফুটবলের রাজপুত্র মারাদোনা]
উয়েফার হেডকোয়ার্টারে ড্রয়ের আয়োজন করা হয়েছিল এদিন। এবারের শেষ ষোলোয় বার্সেলোনা, জুভেন্টাস, বায়ার্ন মিউনিখের মতো হেভিওয়েট দলগুলির পাশাপাশি জায়গা করে নিয়েছে পাঁচটি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবও। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড মুখোমুখি হবে সুইস ক্লাব বাসেলের। অন্যদিকে ক্লপের লিভারপুলের লড়াই পোর্তোর বিরুদ্ধে। তবে হোসে মোরিনহোর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ তুলনামূলক সহজ। লা লিগার ক্লাব সেভিয়াকে লড়তে হবে ম্যান ইউর বিরুদ্ধে। তবে টটেনহাম হটস্পার বনাম জুভেন্টাস ম্যাচটি সেয়ানে-সেয়ানে টক্কর, তা বলা যেতেই পারে। তবে সকলেই যেন মুখিয়ে রয়েছেন ১২ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ বনাম প্যারিস সাঁ জাঁ এবং চেলসি বনাম বার্সেলোনার মহারণ দেখতে। এবারও রিয়াল ট্রফি ধরে রাখতে পারে নাকি বাজিমাত করেন এলএম টেন, সেদিকে নজর থাকবে ফুটবল বিশ্বের।
[জল্পনার অবসান, ভারতীর ক্রিকেটে ফার্স্ট লেডি হয়ে গেলেন অনুষ্কা]
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগ শুরু ১৩ ফেব্রুয়ারি। শেষ ২১ ফেব্রুয়ারি। ফিরতি লেগ চলবে ৬ থেকে ১৪ মার্চ। পরের বছরের ২৬ মে কেইভে বসবে ফাইনালের আসর। একনজরে দেখে নেওয়া যাক, শেষ ষোলোর ম্যাচের তালিকা।
ফেব্রুয়ারি ১৩ ও মার্চ ৭: জুভেন্টাস বনাম টটেনহাম
ফেব্রুয়ারি ১৩ ও মার্চ ৭: বাসেল বনাম ম্যাঞ্চেস্টার সিটি
ফেব্রুয়ারি ১৪ ও মার্চ ৬: পোর্তো বনাম লিভারপুল
ফেব্রুয়ারি ১৪ ও মার্চ ৬: রিয়াল মাদ্রিদ বনাম প্যারিজ সাঁ জাঁ
ফেব্রুয়ারি ২০ ও মার্চ ১৪: চেলসি বনাম বার্সেলোনা
ফেব্রুয়ারি ২০ ও মার্চ ১৪: বায়ার্ন মিউনিখ বনাম বেসিকটাস
ফেব্রুয়ারি ২১ ও মার্চ ১৩: সেভিয়া বনাম ম্যাঞ্চেস্টার ইউনাইটেড
ফেব্রুয়ারি ২১ ও মার্চ ১৩: শাখতার ডনেস্ক বনাম রোমা
[বিতর্কে এটিকে ফুটবলার প্রবীর দাস, বধূ নির্যাতনের অভিযোগে এফআইআর]
The post ঘোষিত চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র, রোনাল্ডোর মুখোমুখি নেইমার appeared first on Sangbad Pratidin.
