shono
Advertisement

Breaking News

‘ধোনির প্রতিদ্বন্দ্বী একজনই’, কার কথা বললেন আকাশ চোপড়া?

১৯ বছর আগের ঘটনা উল্লেখ করেন আকাশ চোপড়া।
Posted: 12:59 PM Jun 20, 2023Updated: 12:59 PM Jun 20, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) প্রতিদ্বন্দ্বী কে? আকাশ চোপড়া (Akash Chopra) জানালেন, ধোনির প্রতিদ্বন্দ্বী একমাত্র ধোনি নিজেই। 
২০০৪ সালের একটি ঘটনার উল্লেখ করেছেন ভারতের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া। সেই ঘটনাই প্রমাণ করে, ধোনির প্রতিযোগিতা অন্য কারওর সঙ্গে ছিল না। ছিল একমাত্র নিজের সঙ্গেই। 

Advertisement

১৯ বছর আগে ভারত-এ দল জিম্বাবোয়ে-কেনিয়া সফরে গিয়েছিল। সেই সফরে ভারত এ দলে ছিলেন মহেন্দ্র সিং ধোনি, দীনেশ কার্তিক এবং আকাশ চোপড়া। ধোনিকে নেটে বল করতে দেখে অবাক হয়ে গিয়েছিলেন আকাশ চোপড়া। সেই সময়ে কিপিংয়ের দিক থেকে বিচার করলে, ধোনির থেকে অনেকটাই এগিয়েছিলেন কার্তিক। কিপার হিসেবে তিনি-ই ছিলেন প্রথম পছন্দ। নেটে আকাশ চোপড়া দেখেন, কার্তিককে বল করছেন ধোনি। নিজের শক্তিশালী জায়গা ধারালো না করে, ধোনিকে বল করতে দেখে বিস্মিতই হন আকাশ। 

[আরও পড়ুন: ভারতে এসে খেলতে চেয়েছিল মেসির আর্জেন্টিনা, প্রস্তাব নাকচ এআইএফএফ-এর]

ধোনিকেই জিজ্ঞাসা করে বসেন, ”তুমি কার্তিককে বল করছো কেন?ও তো তোমার প্রতিদ্বন্দ্বী। কার্তিক ভাল খেললে তুমি সুযোগ পাবে না দলে।” আকাশ চোপড়ার এহেন প্রশ্নে ধোনি বিনীত ভাবে বলেন, ”আমাকে থামিও না। আমি বল করতে চাই। তুমি ব্যাট করতে চাইলে করতে পারো। আমি তোমাকেও বল করতে পারি।”

 

 আকাশ চোপড়া এখন বুঝতে পারেন,  সেদিন তেন নাগাড়ে বল করে যাচ্ছিলেন ধোনি। আকাশ চোপড়া বলছিলেন, ”ওই ঘটনার অর্থ এখন আমি উপলব্ধি করতে পারি। সেদিন ধোনি কিন্তু দীনেশ কার্তিকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছিল না। কারওর সঙ্গেই প্রতিযোগিতা ছিল না ধোনির। আসলে ধোনির প্রতিযোগিতা ছিল নিজের সঙ্গেই।”

ধোনির থেকে এটাই শিক্ষণীয়, সেরাটা বের করে নিতে হলে লড়াইটা হয় নিজের সঙ্গেই।

[আরও পড়ুন: ‘ক্লাসরুমে জোর করে টেনে চুমু খেতেন!’ জনপ্রিয় নাট্য ব্যক্তিত্বের বিরুদ্ধে সরব ছাত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement