সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে স্পটলাইটে অক্ষয়-শাহরুখ। রাইসিনা হিলসে একফ্রেমে বলিউডের কিং এবং খিলাড়ি। দুই বলিউড সুপারস্টারের 'ভাইচারা' মুহূর্ত দাবানল গতিতে ভাইরাল নেটপাড়ায়। যা দেখে অক্ষয়-শাহরুখদের অনুরাগীরা ফিরে গেলেন 'দিল তো পাগল হ্যায়' মুহূর্তে। রবি সন্ধ্যায় মোদি যখন দিল্লির মসনদে তৃতীয়বার বসার আগে শপথ নিতে মঞ্চে উঠছেন, তখন দর্শকাসনে একে-অপরকে দেখে ছুটে এলেন অক্ষয় কুমার (, Akshay Kumar) এবং শাহরুখ খান (Shah Rukh Khan)। তার পর যা ঘটল, সেই মুহূর্ত বর্তমানে নেটপাড়ায় রাজত্ব করছে।
দুই বলিউড সুপারস্টারকে দেখা গেল জাপটে ধরে উষ্ণ আলিঙ্গন করতে। আর সেই 'ম্যাজিক মোমেন্ট' ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করলেন না ফটোশিকারিরা। নব্বইয়ের দশকে বলিউডের সিনেপাড়ায় একসঙ্গে উত্থান হলেও অক্ষয়-শাহরুখকে হাতেগোনা কয়েকটি ছবিতে দেখা গিয়েছে। 'দিল তো পাগল হ্যায়' সিনেমাতে দুই ডাকসাইটে সুপারস্টারকে একসঙ্গে দেখা গিয়েছিল। ছবিতে লিড হিরোর ভূমিকায় কিং খান থাকলেও অক্ষয় করেছিলেন ক্যামিওর চরিত্র। তখন থেকেই বাদশার সঙ্গে খিলাড়ির বন্ধুত্বের সূত্রপাত। সেই ছবির শুটিংয়ের সময়েই একে-অপরের কাছের মানুষ হয়ে ওঠেন তাঁরা। 'দিল তো পাগল হ্যায়' ছবির শুটের অবসরে একসঙ্গে চুটিয়ে আড্ডা দেওয়া থেকে ক্রিকেটও খেলতেন শাহরুখ-অক্ষয়। সেটা ১৯৯৭ সালের 'ব্লকবাস্টার' কথা। তার পর একে-অপরের সিনেমার গানে ক্যামিও করেছেন বটে, তবে একসঙ্গে অভিনয় আর করে ওঠা হয়নি! অক্ষয়ের 'হে বেবি' ছবির একটি গানে শাহরুখের ক্যামিও ছিল। আর অপরদিকে কিং খানের ওম শান্তি ওম সিনেমার গানের একটি দৃশ্যে দেখা গিয়েছিল খিলাড়ি কুমারকে। মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে (PM Modi's Oath-Taking Ceremony) এবার দুই তারকার আলিঙ্গনের মুহূর্ত দেখে স্মৃতির সরণিতে ফিরে গেলেন নেটবাসিন্দারা।
[আরও পড়ুন: মোদির শপথগ্রহণে শাহরুখ, ‘অতীত’ ভুলে রাষ্ট্রপতি ভবনে বাদশা]
কেউ কিং খান ও খিলাড়ি স্তুতি করছেন তো কেউ বা আবার দুই তারকাকে ফের একসঙ্গে দেখার ইচ্ছেপ্রকাশ করলেন। আবার কেউ কেউ তাঁদের সিনেমার চরিত্রের নাম নিয়ে বলছেন, 'সিনেপর্দার দুই বিক্রম রাঠোর একসঙ্গে'। কারও প্রশ্ন, আবার কবে দেখব, 'শাহরুখ-অক্ষয়কে একসঙ্গে?' এই প্রথমবার দেশের কোনও প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে বলিউড বাদশা। নতুন মোদি সরকার গড়ার সাক্ষী থাকলেন খিলাড়ি কুমারও। গত লোকসভা ভোটের আগে মোদির সাক্ষাৎকার নিয়ে বেজায় ট্রোলড হতে হয়েছিল তাঁকে। তবে এবারের লোকসভা ভোটের আবহে অক্ষয়কে অনেকটা সংযতই দেখা গিয়েছে সে সোশাল মিডিয়া হোক কিংবা কোনও রাজনৈতিক মতামত পেশ করার ক্ষেত্রে।
প্রধানমন্ত্রী হিসেবে মোদির তৃতীয় ইনিংসে সাক্ষী থাকতে রবিবার দুপুর থেকে তারকারা পৌঁছে গিয়েছেন রাষ্ট্রপতিভবনে। সেই অনুষ্ঠানে যে চাঁদের হাট বসছে, তা আগেভাগেই আন্দাজ করা গিয়েছিল। রাষ্ট্রপ্রধানরা তো বটেই এমনকী গ্ল্যামারদুনিয়া থেকে কারা উপস্থিত থাকবেন? সেই কৌতূহলও ছিল। রবিবার বিকেল গড়াতেই অপেক্ষার অবসান। মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে দিল্লি উড়ে গেলেন রজনীকান্ত। বলিউড থেকে দেখা গেল কঙ্গনা রানাউত, অনুপম খের, অনিল কাপুর, বিক্রান্ত মাসে, রাজকুমার হিরানিকে।