সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত নভেম্বর মাসে একইদিনে সকালে শাহরুখ খান (Shah Rukh Khan) এবং রাতে সলমন খানকে (Salman Khan) খুনের হুমকি দেওয়া হয়েছিল। শোনা গিয়েছিল, দুই খানের ২৪ ঘণ্টার গতিবিধির উপর নজর রেখেই নাকি প্রাণনাশের হুমকি দেওয়া হয়। তার পর থেকে শাহরুখ-সলমন দুজনেই লাইমলাইট থেকে দূরে থাকছেন। দুই খানের কেউই চলতি বছরে তাঁদের জন্মদিনে 'বাদশাহী' কিংবা 'সুলতানি' মেজাজে প্রাসাদোপম বাংলোর বারান্দায় এসে ভক্তদের উদ্দেশে হাত নাড়েননি। বরং মায়ানগরীর মায়া কাটিয়ে সলমন সপরিবারে চলে গিয়েছিলেন আম্বানিদের জামনগরের পাঁচাতারা বাড়িতে। এবার সেখানে পৌঁছলেন শাহরুখ-গৌরী।
রবিবার বিকেলেই জোব্বা কালো হুডিতে সর্বাঙ্গ মুড়ে আলিবাগ থেকে ফিরেছেন বাদশা। গেটওয়ে অফ ইন্ডিয়া থেকেই সোজা কালিনা এয়ারপোর্ট। সেখান থেকেই স্ত্রী গৌরী খান এবং ছোটছেলে অ্যাব্রামকে নিয়ে উড়ে যান জামনগরে। সেখানকার বিমানবন্দরে বাদশাকে দেখে একেবারে শোরগোল পড়ে যায়। ঠিক এদিন সকালেই আবার সলমন খান জামনগরের মলে গিয়েছিলেন অনন্ত-রাধিকার সঙ্গে। যেখানে ভাইজানের 'সিকন্দর' জলওয়া দেখে মুগ্ধ জামনগরবাসী। পালটা সলমনও তাঁদের ভালোবাসায় ভরিয়ে দিয়ে জামনগরকে 'স্বর্গ' বলে আখ্যা দিয়ে এসেছেন। কয়েক ঘণ্টার ব্যবধানেই বিকেলে সেখানে পৌঁছে গেলেন শাহরুখ-গৌরী। সেখান থেকেই প্রশ্নের সূত্রপাত, তাহলে কি শাহরুখ-সলমনের কাছে উৎসব-অনুষ্ঠানে মুখর মুম্বই আর নিরাপদ নয়, তাই দুই খানকে আম্বানিদের ভান্তারায় আশ্রয় নিতে হচ্ছে? তাহলে কি এবার বর্ষবরণের রাতটা একসঙ্গেই উদযাপন করবেন শাহরুখ-সলমন? সেইসঙ্গেই এমন কৌতূহলের উদ্রেক হওয়া অসম্ভব নয়।
সেই দৃশ্যের সাক্ষী থাকার সৌভাগ্য সম্ভবত ভক্তদের হবে না। কারণ রবিবার বিকেলেই সপরিবারে সলমন খানকে দেখা গিয়েছে কালিনা প্রাইভেট বিমানবন্দরে। জন্মদিন কাটিয়ে জামনগর থেকে ফিরে এসেছেন তিনি। এবার আম্বানিদের নতুন অতিথি শাহরুখ খান এবং গৌরী খান। জানা গিয়েছে, ভান্তারাতেই নতুন বছরকে স্বাগত জানাবেন তাঁরা। তবে এবার আর বাবা-মায়ের সঙ্গে যাননি সুহানা এবং আরিয়ান খান। মুম্বইতে বন্ধুবান্ধবদের নিয়ে নিউ ইয়ার (New Year 2025) সেলিব্রেট করবেন তাঁরা।