shono
Advertisement

Breaking News

ঘূর্ণিঝড় ‘যশ’মোকাবিলায় জেলায়-জেলায় চালু হেল্পলাইন, রইল নম্বরের তালিকা

এখনই সেভ করে নিন নম্বরগুলি।
Posted: 03:39 PM May 25, 2021Updated: 05:09 PM May 25, 2021

সংবাদ প্রতিদিন ব্যুরো: আর মাত্র কয়েক ঘণ্টা। তার পরই আছড়ে পড়তে চলেছে ঘুর্ণিঝড় যশ বা ইয়াস (Cyclone Yaas)। তবে কান ঘেঁষে বেঁচে যেতে পারে কলকাতা। বিপুল ক্ষয়ক্ষতি এড়াতে পারলেও প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইবে এ রাজ্যের একাধিক জেলায়। ইতিমধ্যে বন্যার সতর্কতা জারি হয়েছে রাজ্যের একাধিক জেলায়। আর এই পরিস্থিতি মোকাবিলায় জেলায়-জেলায় চালু হয়েছে হেল্পলাইন (Helpline) নম্বর। ব্লকে ব্লকে অতন্দ্র প্রহরায় প্রশাসনিক আধিকারিকরা।

Advertisement

মঙ্গলবার দুপুরে আবহাওয়া দপ্তরের জারি করা বুলেটিনে বলা হয়েছে, বঙ্গ উপকূল নয়, চাঁদবালি ও ধামরা বন্দরের কাছে আছড়ে পড়তে চলছে ঘূর্ণিঝড়টি। বুধবার দুপুরে বালেশ্বর, ধামরা বন্দর এলাকা দিয়ে বয়ে যাবে এই অতি ঘূর্ণিঝড়। যার প্রভাবে মঙ্গলবার থেকেই পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং কলকাতার বিক্ষিপ্ত এলাকায় ব্যাপক বৃষ্টি হতে পারে। এদিকে আবার বৃহস্পতিবারও পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে অতিবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে এই জেলাগুলিতে জারি হয়েছে লাল সতর্কতা। বাঁকুড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা-সহ একাধিক এলাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। তবে পরিস্থিতি সামাল দিতে জেলায়-জেলায় প্রস্তুত বিভিন্ন টিম। দুর্যোগ মোকাবিলায় রাখা হয়েছে বিশেষ হেল্পলাইন নম্বর। ব্লকে ব্লকে মোতায়েন রয়েছে বিশেষ টিম। তাঁরা প্রতি নিয়ত যোগাযোগ রাখছেন সাধারণ মানুষের সঙ্গে। 

[আরও পড়ুন: ‘যশে’র লেজের ঝাপটা জঙ্গলমহলে! পুরুলিয়ায় মোতায়েন সেনাবাহিনী, NDRF]

বিভিন্ন জেলার হেল্পলাইন নম্বর

পূর্ব মেদিনীপুর: ০৩২২৮২৬২৭২৮ এবং ৯০৭৩৯৩৯৮০৪
পশ্চিম মেদিনীপুর: ৬২৯৬০৬০৬৯৯ এবং ০৩২২২২৬৭৯৮৩
দক্ষিণ ২৪ পরগনা: ০৩৩-২২১৪-৩৫২৬/০৩৩-২৪৪৮-৮০৫১/০৩৩-২৪৪৮-৮০৫২
উত্তর ২৪ পরগনা: ৯০৭৩৯৩৬৮২৩/৯০৭৩৯৪০০৩৯
কলকাতা: ৮৯০০৭-৯৩৫০৩/৮৯০০৭-৯৩৫০৪
হাওড়া: ০৩৩-২৬৪১-৩৩৯৩/৯৪৩৩৯৩১৯৩২
হুগলি: ০৩৩-২৬৮১-২৬৫২
পুরুলিয়া:৭৩৬৩০৯০৮০৬/ ৮৩৭৩৮০৮৭০৪/ ৮৯০০৭৯৩৫০৩/ ৮৯০০৭৯৩৫০৪/ ১৯১২১/ ১৮০০৩৪৫৩২১২
বাঁকুড়া: ০৩২৪২-২৫৭০২০/০৩২৪২-২৫৭০১০
ঝাড়গ্রাম: ০৩২২১-২৫৮২২৮/০৩২২১-২৫৭৯৫

এছাড়া কলকাতায় বিদ্যুৎ বিভ্রাট বলে অভিযোগ জানাতে একাধিক নম্বর চালু করেছে CESC। নম্বরগুলি হল-৩৫০১১৯১২/১৮৬০৫০০১৯১২/১৯১২। একটি হোয়াটসঅ্যাপ নম্বরও চালু করা হয়েছে। যেখানে অভিযোগ জমা দিতে পারবেন গ্রাহকরা। নম্বরটি হল-৭৪৩৯০০১৯১২।

[আরও পড়ুন: আরও কাছে ‘যশ’, দিঘার সমুদ্রে শুরু জলোচ্ছ্বাস, সঙ্গে প্রবল হাওয়া]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার