সঞ্জিত ঘোষ, নদিয়া: বাংলা-সহ ১২ রাজ্যে চলছে ভোটার তালিকা নিবিড় সংশোধন বা এসআইআরের কাজ। বাংলায় সেই কাজ শেষের পথে। আগামী ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই খসড়া তালিকায় কত সংখ্যক নাম বাদ পড়তে পারে, তা নিয়ে অনেকেই চিন্তিত। আতঙ্ক বেশি উদ্বাস্তু ও মতুয়া গড়ে। সম্প্রতি বাঙালি বিজেপি সাংসদদের এই নিয়ে সতর্ক করেছিলেন প্রধানমন্ত্রী। এসআইআর নিয়ে সমঝে কথা বলার বার্তা দিয়েছিলেন। মানুষের মনে, বিশেষ করে মতুয়া মনে যাতে কোনও ভয় না তৈরি হয়, সেই দিকটি সুনিশ্চিত করার বার্তা দিয়েছিলেন তিনি। এবার এই আবহে 'এক ঢিলে দুই পাখি'কে টার্গেট করে বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী সপ্তাহে রানাঘাটের তাহেরপুরে জনসভা করবেন তিনি। তাহেরপুর উদ্বাস্তু গড় বলে পরিচিত। ফলে একযোগে মতুয়া ও উদ্বাস্তু ভোটকে নজরে রেখে মোদির এই কর্মসূচি বলে মত ওয়াকিবহাল মহলের একাংশের।
আগামী ২০ ডিসেম্বর নদিয়া জেলার রানাঘাটের তাহেরপুরে প্রধানমন্ত্রীর জনসভা। মতুয়া অধ্যুষিত এলাকায় হয়েই এবার প্রচারে জোর দিচ্ছে গেরুয়া শিবির। ছাব্বিশের ভোটের আগে বাংলায় মোট দশটি জনসভা করার কথা রয়েছে নরেন্দ্র মোদির। এর মধ্যেই আলিপুরদুয়ার, দমদম, দুর্গাপুরে তিনটি জনসভা করে ফেলেছেন তিনি। আগামী কয়েক মাসের মধ্যে টার্গেট বাকি ৭। এসআইআরের মাঝে রানাঘাট থেকেই পরবর্তী রাজনৈতিক কর্মসূচি শুরু হতে চলেছে। আগামী ২০ তারিখ তাহেরপুরে প্রধানমন্ত্রীর সভাস্থলে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতির কাজ।
এদিন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, ‘‘আগামী ২০ তারিখ প্রধানমন্ত্রী রাজ্যে আসছেন। তাহেরপুরের মাঠে জনসভা করবেন। বেশ কিছু সরকারি প্রকল্পের উদ্বোধন করা হবে। বিহারের জয়ের পর প্রধানমন্ত্রী বলেছিলেন গঙ্গা বাংলা হয়েও যায়। তাই আমরা আশা করব, আগামী নির্বাচনে বিহারের মতোই বদল এখানেও দেখা যাবে।’’ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বর্তমানে রাজ্যে ঠাকুরনগরের পাশাপাশি মতুয়াগড় বলে পরিচিত এই নদিয়া জেলার রানাঘাট। সুতরাং, সেই মতুয়াদের মনের ‘খেয়াল রাখতেই’ রানাঘাট দিয়ে প্রচারের সূচনা।
