shono
Advertisement

ফ্ল্যাটে মাদকের কারবার, সল্টলেকে সাড়ে ৩ কেজি হেরোইন-সহ গ্রেপ্তার দম্পতি

ওই ফ্ল্যাট থেকে নগদ টাকাও বাজেয়াপ্ত করেছে রাজ্য পুলিশের এসটিএফ।
Posted: 10:57 AM Mar 16, 2023Updated: 11:15 AM Mar 16, 2023

অর্ণব আইচ: সল্টলেকে মাদক ব্যবসার হদিশ। ফ্ল্যাটে হানা দিয়ে এক দম্পতিকে গ্রেপ্তার করল রাজ্য পুলিশের এসটিএফ। বাজেয়াপ্ত সাড়ে তিন কেজি হেরোইন। বাজেয়াপ্ত ৫ লক্ষ ৫০ হাজার টাকা। প্রাথমিক তদন্তে রাজ্য পুলিশের এসটিএফের অনুমান, এই মাদক কারবারের সঙ্গে আরও অনেকেই জড়িত রয়েছে। ওই দম্পতিকে জেরা করে সমস্ত তথ্য পাওয়া যাবে বলেই মনে করছেন তদন্তকারীরা।

Advertisement

গোপন সূত্রে রাজ্য পুলিশের এসটিএফের কাছে খবর আসে সল্টলেক সেক্টর ফাইভের নওভাঙার বহুতলে রমরমিয়ে চলছে মাদকের ব্যবসা। সেই অনুযায়ী ওই বহুতলে হানা দেন রাজ্য পুলিশের এসটিএফ আধিকারিকরা। ফ্ল্যাটে ঢুকে কার্যত অবাক হয়ে যান তদন্তকারীরা। দেখেন ছাগলের ব্যবসার আড়ালে দিব্যি চলছে মাদকের কারবার।

[আরও পড়ুন: ইমরানকে ‘বাঁচাতে’ পুলিশকেই পেটাল পুলিশ, পাকিস্তানে রুদ্ধশ্বাস নাটক]

ওই ফ্ল্যাট থেকে সাড়ে তিন কেজি হেরোইন, এক কেজি রাসায়নিক এবং নগদ ৫ লক্ষ ৫০ হাজার টাকা বাজেয়াপ্ত করেন আধিকারিকরা। এছাড়া ফ্ল্যাটমালিক মোবিন খাদ এবং তার স্ত্রী মেহতাব বেগমকে গ্রেপ্তার করা হয়। দম্পতি ছাড়া এই কারবারে আরও অনেকেই জড়িত রয়েছে বলেই মনে করছেন তদন্তকারীরা। তাদের খোঁজ পেতে দম্পতিকে শুরু হয়েছে জোর জিজ্ঞাসাবাদ।

[আরও পড়ুন: মে মাসেই প্রাথমিকে ১২ হাজার শিক্ষক নিয়োগ! বিরাট ঘোষণা শিক্ষামন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement