shono
Advertisement

‘অবশ পা, এখনও ভাল করে হাঁটতে পারি না’, গুলিবিদ্ধ হওয়ার চার মাস পরে জানালেন ইমরান

গত নভেম্বরে ইমরানের সভায় গুলি চালায় এক বন্দুকবাজ।
Posted: 04:08 PM Mar 31, 2023Updated: 04:10 PM Mar 31, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পায়ে গুলিবিদ্ধ হওয়ার চার মাস পর প্রথম জনসভা করতে দেখা গিয়েছে ইমরান খানকে। কিন্তু প্রাক্তন পাক প্রধানমন্ত্রী জানাচ্ছেন, এখনও চোট থেকে পুরোপুরি মুক্তি পাননি। ঠিকমতো হাঁটতে পারছেন না। তবে ইমরানের (Imran Khan) দাবি, চিকিৎসরা তাঁকে জানিয়েছেন, ধীরে ধীরে সম্পূর্ণ সুস্থতার দিকে যাবেন তিনি। 

Advertisement

এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ইমরানকে বলতে শোনা গিয়েছে, ”আমি এখনও হাঁটতে পারছি না ভাল করে। বুলেটের ক্ষতর ধাক্কায় নার্ভ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই ডান পায়ে এখনও পুরোপুরি সাড় আসেনি। তবে চিকিৎসরা জানিয়েছেন, সময়ের সঙ্গে সঙ্গে ক্ষত সম্পূর্ণ সেরে যাবে।”

[আরও পড়ুন: পর্ন তারকার মুখ বন্ধ রাখতে ঘুষ! প্রথম প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আদালতে অভিযুক্ত ট্রাম্প]

গত বছর নভেম্বর মাসে ইমরানের সভায় গুলি চালায় এক বন্দুকবাজ। ইমরানের পায়ে গুলি লাগলেও সুস্থ হয়ে ওঠেন তিনি। সেই সময়ে বিশ্বকাপজয়ী পাক অধিনায়ক অভিযোগ আনেন, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লা (Rana Sanaullah) ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তাঁকে হত্যা করতে চান। সেই জন্যই ইমরানের মিছিলে ইচ্ছাকৃতভাবে হামলা হয়েছে। ইমরানের নিরাপত্তার কথা মাথায় রেখে তাঁকে কন্টেনারের মধ্যে থেকে বক্তৃতা দেওয়ার নির্দেশ দেয় পাক প্রশাসন।

[আরও পড়ুন: মোদির শিক্ষাগত যোগ্যতা জানতে চেয়ে মামলা! কেজরিওয়ালকে জরিমানা গুজরাট হাই কোর্টের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement