shono
Advertisement
Student Clash

মহাশিবরাত্রির দিনে আমিষ খাবার কেন? দিল্লির বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার

সংঘর্ষ দুই ছাত্র সংগঠনের মধ্যে।
Published By: Kishore GhoshPosted: 10:40 AM Feb 27, 2025Updated: 11:16 AM Feb 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাশিবরাত্রির দিনে মেসে আমিষ খাবার পরিবেশনকে কেন্দ্র করে ধুন্ধুমার দিল্লির দক্ষিণ এশিয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। শুরুতে বচসায় জরায় এসএফআই ও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি। এর পর মারামারি শুরু হয় দুপক্ষের মধ্যে। এমনকী এই ঘটনার জেরে ক্যাম্পাসে ভাঙচুর হয় বলেও অভিযোগ। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Advertisement

এসএফআই অভিযোগ করেছে, অন্যান্য দিনের মতোই দুপুরে মেসে খাবার পরিবেশনা করা হয়েছিল। তাতে আমিষ-নিরামিষ দু'রকম পদ ছিল। যদিও শিবরাত্রির দিন কেন আমিষ খাবার দেওয়া হয়েছে, এই প্রশ্ন তুলে উত্তেজনা করে এবিভিপি। এমনকী যে ছাত্ররা আমিষ খাবার নিয়েছিল তাঁদের উপর চড়াও হয় গেরুয়া শিবির। অভিযোগ উঠেছে, মেসের ভিতরে ঢুকে খাবার ফেলে দেয় এবিভিপি নেতারা। শুধু ছাত্রছাত্রীরাই নন, হামলা হয় মেসের কর্মীদের উপরেও।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দিল্লি পুলিশ। এর পরেই পরিস্থিতি শান্ত হয় বলে জানা গিয়েছে। এদিনের গোলমাল নিয়ে এক পুলিশ আধিকারিক বলেছেন, "আমাদের কাছে বিকেল সাড়ে তিনটে নাগাদ ফোন আসে। জানতে পারি ওই ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাস্থলে পৌঁছে দেখি দু'পক্ষের মধ্যে তুমুল উত্তেজনা ছড়িয়েছে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এসএফআই অভিযোগ করেছে, অন্যান্য দিনের মতোই দুপুরে মেসে খাবার পরিবেশনা করা হয়েছিল।
  • খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দিল্লি পুলিশ। এর পরেই পরিস্থিতি শান্ত হয়।
Advertisement