shono
Advertisement

করোনা যুদ্ধে চিকিৎসকদের পাশে IIT’র পড়ুয়ারা, বানাচ্ছেন বিশেষ ইনকিউবেশন বক্স

বিনামূল্যে হাসপাতালে সেই বক্স বিতরণ করবেন তাঁরা। The post করোনা যুদ্ধে চিকিৎসকদের পাশে IIT’র পড়ুয়ারা, বানাচ্ছেন বিশেষ ইনকিউবেশন বক্স appeared first on Sangbad Pratidin.
Posted: 04:02 PM Apr 30, 2020Updated: 04:02 PM Apr 30, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি সামাল দিতে গিয়ে সেই মারণ রোগে আক্রান্ত হচ্ছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরাই। ফলে কিছুটা হলেও চিকিৎসা পরিষেবা ব্যহত হচ্ছে। তাঁদের সুরক্ষা দিতে প্রয়োজন পিপিই কিট। তার দামও অনেকটা বেশি। যোগানেও সমস্যা রয়েছে। তাই এবার চিকিৎসক তথা স্বাস্থ্যকর্মীদের সুস্থ রাখতে বিশেষ সুরক্ষা যন্ত্র তৈরি করছে গুয়াহাটি আইআইটি-র ছাত্ররা।

Advertisement

গুয়াহাটি আইআইটি-র ছাত্ররা কম খরচে ‘ইনকিউবেশন বক্স’ তৈরি করছেন। যা কোভিড-১৯ (COVID-19) রোগীদের হাসপাতালের শয্যার উপর রাখা থাকবে ওই কিউবেশন বক্স। যা এয়ারোসল আটকাবে। ফলে রোগীদের ভাইরাস থাকা ড্রপলেট চিকিৎসকদের কাছে পৌঁছবে না। ফলে তাঁদের আক্রান্ত হওয়ার সম্ভাবনাও কমবে। এই ইনকিউবেশন বক্সের তৈরির খরচও কম। বিনামূল্যে তাঁরা হাসপাতালে সরবরাহ করবেন বলেও জানিয়েছেন।

[আরও পড়ুন : মোবাইলে থাকতেই হবে ‘আরোগ্য সেতু’ অ্যাপ, সরকারি কর্মীদের নির্দেশ কেন্দ্রের]

এই বক্স তৈরি করতে ক্রাউড ফান্ডিং শুরু করেছে ওই ছাত্রছাত্রীরায। জানা গিয়েছে, মাত্র ছয় ঘণ্টায় প্রায় ৫০ হাজার টাকা তুলেছেন ওই ছাত্রছাত্রীরা। সেই টাকায় দ্রুত ওই ইনকিউবেশন বক্স তৈরি করতে শুরু করবেন তাঁরা। 

[আরও পড়ুন :খুলে দেওয়া হল কেদারনাথ মন্দিরের দরজা, প্রবেশে নিষেধাজ্ঞা ভক্তদের]

The post করোনা যুদ্ধে চিকিৎসকদের পাশে IIT’র পড়ুয়ারা, বানাচ্ছেন বিশেষ ইনকিউবেশন বক্স appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement