shono
Advertisement

সুর ছেড়ে দূরে, প্রয়াত বাংলাদেশের রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী সুবীর নন্দী

প্রায় তিন সপ্তাহ কোমাচ্ছন্ন থেকে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ৬৬ বছরের শিল্পী৷ The post সুর ছেড়ে দূরে, প্রয়াত বাংলাদেশের রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী সুবীর নন্দী appeared first on Sangbad Pratidin.
Posted: 01:21 PM May 07, 2019Updated: 01:21 PM May 07, 2019

সুকুমার সরকার,ঢাকা: প্রয়াত বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী ও একুশে পদকপ্রাপ্ত সুবীর নন্দী৷ মঙ্গলবার ভোর সাড়ে চারটে নাগাদ সিঙ্গাপুরে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে৷ সিঙ্গাপুর থেকে তাঁর মেয়ে ফাল্গুনী নন্দী মৃত্যুর খবর ঢাকার সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। এর আগে ঢাকা ও সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় টানা ১৮ দিন কোমায় ছিলেন সুবীর নন্দী৷ ৬৬ বছর বয়সে অবশেষে মৃত্যুর সঙ্গে লড়াইয়ে হার মানলেন প্রবাদপ্রতিম শিল্পী৷

Advertisement

[আরও পড়ুন : পত্রিকায় নাম উল্লেখ করে বাংলাদেশের ৩ বিশিষ্টজনকে খুনের হুমকি দিল আইএস]

বাংলাদেশের সর্বোচ্চ অসামরিক রাষ্ট্রীয় সম্মান একুশে পদকপ্রাপ্ত সুবীর নন্দী। গত ৩ মে  তিনি চোখ খুলে তাকান। তবে এর কয়েক ঘণ্টার মধ্যেই শনি ও রবিবার দুবার হার্ট অ্যাটাক হয় সঙ্গীতশিল্পীর। এরপরই তাঁর অবস্থা ‘সঙ্কটাপন্ন’ বলে জানান চিকিৎসকরা। বাংলাদেশে সুবীর নন্দীর চিকিৎসার বিষয়টি দেখভাল করছিলেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জাতীয় কো-অর্ডিনেটর সামন্তলাল সেন। সোমবারই তিনি জানিয়েছিলেন, ‘বারবার হার্ট অ্যাটাক হওয়ায় চিকিৎসকরা যেটুকু আশা করছিলেন, তাও নিভে গেছে৷ তাঁর মাল্টিপল অরগ্যান ফেলিওর হয়েছে৷ এখন তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে৷’ গত ১৪ এপ্রিল রাতে সপরিবারে সিলেট থেকে ঢাকায় ফিরছিলেন সুবীর নন্দী। উত্তরার কাছাকাছি পৌঁছাতেই হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তখন তাঁকে ট্রেন থেকে নামিয়ে অ্যাম্বুল্যান্সে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে ভরতি করা হয়। সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুল্যান্সে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় গত ৩০ এপ্রিল৷  

[আরও পড়ুন : ‘বিএনপি-জামাতের নেতারা আফগানিস্তানে প্রশিক্ষণ প্রাপ্ত’, বিস্ফোরক দাবি হাসিনার মন্ত্রীর]

বাংলাদেশের সঙ্গীতজগতে সুবীর নন্দী এক বড় নাম৷ দীর্ঘ ৪০ বছরের কেরিয়ারে আড়াই হাজারেরও বেশি গান রেকর্ড করেছেন৷ বেতার থেকে টেলিভিশন, চলচ্চিত্রে গান গেয়ে সব জায়গায় নিজের কৃতিত্বের ছাপ রেখেছেন৷ ১৯৭৬ সালে আবদুল সামাদ পরিচালিত ‘সূর্যগ্রহণ’ ছবিতে গান গেয়ে আত্মপ্রকাশ করেন সুবীর নন্দী৷ ১৯৮১তে তাঁর প্রথম অ্যালবাম সুবীর নন্দীর গান, প্রকাশিত হয়৷ শুধুমাত্র প্লেব্যাক করেই চারবার জাতীয় পুরস্কার পেয়েছেন এই কিংবদন্তি শিল্পী৷ চলতি বছরই সঙ্গীতজগতে অবদানের জন্য বাংলাদেশের সর্বোচ্চ অসামরিক সম্মান একুশে পদকে ভূষিত হন সুবীর নন্দী৷

The post সুর ছেড়ে দূরে, প্রয়াত বাংলাদেশের রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী সুবীর নন্দী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement