shono
Advertisement

Breaking News

‘আমাকে মেরে ফেললে আপনারা লড়াই চালিয়ে যাবেন’, আবেগঘন ভিডিও বার্তা ইমরানের

ইমরানের গ্রেপ্তারি ঘিরে রণক্ষেত্র লাহোর।
Posted: 07:15 PM Mar 14, 2023Updated: 07:15 PM Mar 14, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রেপ্তারির মুখে ইমরান খান (Imran Khan)। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছে পাক আদালত। তাঁকে গ্রেপ্তার করতে তাঁর লাহোরের বাড়ির কাছে পৌঁছে গিয়েছে পুলিশ। কিন্তু পথেই তাঁদের বাধা দিতে জড়ো হন প্রাক্তন প্রধানমন্ত্রীর সমর্থকরা। ছুঁড়তে থাকেন ইট, পাথর। খবর পাওয়া গিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান ছোঁড়ে পুলিশ। সব মিলিয়ে পরিস্থিতি রীতিমতো অগ্নিগর্ভ। এদিকে এই পরিস্থিতিতে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন ইমরান। সেই ভিডিওয় পাকিস্তানের (Pakistan) নাগরিকদের নিজেদের অধিকারের লড়াই চালিয়ে যাওয়ার আরজি জানিয়েছেন।

Advertisement

ঠিক কী বলেছেন ইমরান? তাঁকে বলতে শোনা গিয়েছে, ”নিজেদের অধিকার লড়াই চালিয়ে যেতে আপনাদের পথে নামতে হবে। ঈশ্বর ইমরান খানকে সব কিছুকে দিয়েছেন। আমি লড়াই করছি আপনাদের হয়ে। কিন্তু আমার কিছু হয়ে গেলে, যদি আমাকে জেলে পুরে দেয় বা মেরে ফেলে, আপনাদের কিন্তু সংগ্রাম চালিয়ে যেতে হবে। প্রমাণ করতে হবে ইমরানকে ছাড়াই আপনারা লড়াই চালাতে জানেন। প্রমাণ করে দিতে হবে আপনারা কারও একনায়কত্ব মেনে ক্রীতদাস হতে রাজি নন।”

[আরও পড়ুন: চোখে চোখে কথা বলো…! ভারচুয়াল শুনানিতে প্রকাশ্যেই ‘প্রেমালাপ’ পার্থ-অর্পিতার]

এদিকে পাক সরকারের মুখপাত্র আমির মীরের দাবি, যদি ইমরান নিজে আদালতে চলে আসেন তাহলে ভাল। নাহলে আইন আইনের পথে চলবে। এদিকে ইমরানকে গ্রেপ্তার করতে আসা পুলিশ আধিকারিক সইদ শাহজাদ নাদিম জানাচ্ছেন, ”আমরা এখানে এসেছি আদালতের নির্দেশ পালন করতে।”

[আরও পড়ুন: ‘যারা ভুল করেছে তাঁদের আবার সুযোগ দেওয়া হোক’, চাকরিহারাদের পাশে মুখ্যমন্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement