সোমনাথ রায়, নয়াদিল্লি: হাসপাতালে ভরতি হওয়ার পরের দিনই সত্যেন্দ্র জৈনকে (Satyendra Jain) জামিন দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শুক্রবার সকালেই শীর্ষ আদালত জানিয়ে দেয়, ছয় সপ্তাহের জন্য জামিন দেওয়া হয়েছে দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীকে। বৃহস্পতিবারই মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন তিনি। হাসপাতালে ভরতি করার পরের দিনই জামিন দেওয়া হল তাঁকে। প্রসঙ্গত, গত বছরের ৩০ মে সত্যেন্দ্রকে গ্রেপ্তার করা হয়। সেই থেকেই তিহাড় জেলে রয়েছেন তিনি।
বেশ কয়েকদিন থেকেই দিল্লির প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। চলতি সপ্তাহেই সোমবার জেলের শৌচাগারে পড়ে গিয়েছিলেন তিনি। সেই সময়ে সফদরজং হাসপাতালে নিয়ে গিয়ে তাঁর চিকিৎসা করানো হয়। বৃহস্পতিবার আবারও বিপত্তি ঘটে। পড়ে গিয়ে মেরুদণ্ডে গুরুতর আঘাত পান সত্যেন্দ্র। তাঁকে দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে ভরতি করা হয়।
[আরও পড়ুন: ‘কাশ্মীরের থেকেও ভয়ঙ্কর পরিস্থিতি বাংলায়!’ মুক্তি পেল ‘দ্য ডায়রি অফ ওয়েস্ট বেঙ্গল’ ছবির ট্রেলার]
আর্থিক তছরুপের মামলায় জেলবন্দি হওয়ার পর থেকেই অসুস্থতার কথা জানিয়েছিলেন সত্যেন্দ্র। মাঝে অবসাদের কথা জানানোর পর জেলে সঙ্গীর ব্যবস্থা করেছিল কারা কর্তৃপক্ষ। ওই ঘটনায় তিহাড়ের ৭ নম্বর জেলের সুপারিন্টেন্ডেন্টকে শোকজ করা হয়েছিল। তবে পরপর দু’বার দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী জেলে পড়ে যাওয়ায় প্রশ্ন উঠছে জেলের অবস্থা নিয়ে।
গত ১৫ মে সুপ্রিম কোর্টে জামিনের আবদেন করেছিলেন সত্যেন্দ্র জৈন। দিল্লি হাই কোর্টে আর্থিক তছরূপ মামলায় জামিনের আবেদন খারিজ করার পরেই শীর্ষ আদালতের দ্বারস্থ হন তিনি। যদিও প্রাথমিকভাবে সেই আবেদন খারিজ হয়ে যায়। তবে শুক্রবার আপ নেতাকে ছয় সপ্তাহের জন্য অন্তর্বর্তী জামিন দিয়েছে শীর্ষ আদালত।