সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসানসোল কম্বল কাণ্ডে স্বস্তি। এখনই গ্রেপ্তার করা যাবে না বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারিকে। সুপ্রিম কোর্টে রক্ষাকবচ পেলেন আসানসোলের বিজেপি কাউন্সিলর। তাঁর গ্রেপ্তারি পরোয়ানার উপর স্থগিতাদেশ দিল সর্বোচ্চ আদালত।
গত ১৪ ডিসেম্বর, আসানসোলের ‘শিবচর্চা’ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তিনি কম্বল বিলি করে চলে যাওয়ার পরই হুড়োহুড়ি পড়ে যায় জমায়েত জনতার মধ্যে। তাতে পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যু হয়। পরে মৃত ঝালি বাউড়ির ছেলে অনুষ্ঠানের আয়োজক বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারি ও তাঁর স্বামী জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। চৈতালি তিওয়ারির আগাম জামিনের আবেদন খারিজ করে দেয় কলকাতা হাই কোর্ট। তারপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন চৈতালি।
[আরও পড়ুন: নেত্রীর বৈঠকের আগেই ধাক্কা বীরভূমের সংগঠনে, বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দলত্যাগ নলহাটির নেতার]
ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন জিতেন্দ্র তিওয়ারি। গত ১৯ মার্চ, স্ত্রীর সঙ্গে দিল্লিতে বেড়াতে গিয়ে নয়ডা-যমুনা এক্সপ্রেসওয়ে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এদিকে, শুক্রবার চৈতালি তিওয়ারিকে রক্ষাকবচ দেয় সুপ্রিম কোর্ট। আপাতত তাঁকে গ্রেপ্তার করা যাবে না বলেই জানিয়েছে সর্বোচ্চ আদালত।