সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হ্যাকারের কবলে ১৮ কোটি ৩০ লক্ষেরও বেশি ইমেল অ্যাকাউন্ট! এর মধ্যে সিংহভাগ নাকি জিমেল আইডি। এক সংবাদমাধ্যমের এমনই দাবি। সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ ইমেল পাসওয়ার্ড হাতানোর ঘটনা এটি।
দেখা যাচ্ছে, গুগলের নিজস্ব সিস্টেম থেকে কিন্তু এই তথ্য হাতানো হয়নি। বরং নানা ধরনের ম্যালওয়্যারের সাহায্যে ব্যক্তিগত সিস্টেম থেকে তথ্য চুরি করা হয়েছে। অর্থাৎ ইউজারদের ব্যক্তিগত কম্পিউটার কিংবা ব্রাউজারেই হানা দিয়েছিল হ্যাকাররা। সরাসরি জিমেল সার্ভার থেকে নয়।
আপনার জিমেল অ্যাকাউন্ট হ্যাক হয়নি তো?
সহজেই আপনি সেটি জেনে নিতে পারবেন। এর জন্য 'হ্যাভ আই বিন পওয়নড' নামের ওয়েবসাইটে যেতে পারবেন। ঠিকানা- https://haveibeenpwned.com/। এখানে গিয়ে নিজের ইমেল আইডি লিখে দিন। তাহলেই ওয়েবসাইটটি আপনাকে জানিয়ে দেবে, ডেটাসেটে আপনার আইডি রয়েছে, নাকি তা ফাঁস হয়ে গিয়েছে।
যদি আপনার অ্যাকাউন্ট হাতিয়ে নেয় হ্যাকাররা, তাহলে কী করবেন
যদি আপনার সন্দেহ হয় যে আপনার জিমেল অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, তাহলে গুগলের 'সিকিউরিটি চেকআপ' টুল ব্যবহার করুন। এর মাধ্যমে আপনি অপরিচিত ডিভাইসের সন্দেহজনক আচরণ কিংবা থার্ড পার্টি অ্যাপকে চিহ্নিত করতে পারবেন, যেখান থেকে আপনার অ্যাকাউন্টে হামলা হতে পারে। কোনও কিছুকে 'অদ্ভুত' মনে হলেই সেটা সরিয়ে ফেলুন। এছাড়া যখনই জানতে পারবেন আপনার ইমেল আইডির তথ্য ফাঁস হয়ে গিয়েছে, পাসওয়ার্ড পরিবর্তন করতে দেরি করবেন না। এবং অবশ্যই শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন, যা অন্য কোথাও ব্যবহার করেননি। আপনার বা আপনার নিকটজনের জন্মসাল কিংবা এই ধরনের কোনও তথ্য পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করবেন না। এছাড়াও অবিলম্বে 'টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন' চালু করুন।
