সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিঃশব্দে ভারতী এয়ারটেল বন্ধ করে দিল ১৮৯ টাকার ভয়েস অনলি প্রিপেড প্ল্যান। ফলে এবার এই টেলিকম সংস্থার ন্যূনতম প্ল্যান দাঁড়াল ১৯৯ টাকার। নিঃসন্দেহে এতে খরচ বাড়ল বহু ইউজারের। ১৮৯ টাকার প্ল্যানটি কিন্তু বেশ জনপ্রিয় ছিল। বিশেষত বর্ষীয়ান নাগরিক, গ্রামীণ ক্রেতা কিংবা যে ইউজারদের ক্ষেত্রে এয়ারটেলের সিমটি দ্বিতীয় সিম, তাঁরা এই প্ল্যানটিতেই স্বচ্ছন্দ হয়ে উঠেছিলেন।
১৮৯ টাকার প্ল্যানে মিলত আনলিমিটেড কলের সুবিধা। যাঁরা মোবাইল ডেটার জন্য রিচার্জ করেন না, তাঁদের জন্য কম খরচে এই প্ল্যান ছিল অবিকল্প। কিন্তু সেই প্ল্যান তুলে নেওয়ায় এবার তাঁদের ১৯৯ টাকা রিচার্জ করতে হবে। এই প্ল্যানে দৈনিক ১০০ এসএমএস, আনলিমিটেড কলিংয়ের সুবিধার পাশাপাশি মিলবে ২ জিবি ডেটাও। এই লিমিট পেরিয়ে গেলে প্রতি এমবি খরচ পড়বে ৫০ পয়সা। কিন্তু যাঁদের, বিশেষ করে বয়স্করা অনেকেই কেবল কথা বলার জন্য মোবাইল ব্যবহারেই স্বচ্ছন্দ। তাঁরা এই ২ জিবি ডেটার কোনও সুবিধাই নিতে পারবেন না। উলটে তাঁদের রিচার্জ পিছু খরচ ১০ টাকা বৃদ্ধি পেল। বলে রাখা ভালো, উভয় ক্ষেত্রেই প্ল্যান ২৮ দিনের।
কেন হঠাৎ ১৮৯ টাকার প্ল্যানটি বন্ধ করে দেওয়া হল? এই নিয়ে সেই অর্থে কোনও আলাদা কারণ দেখানো হয়নি সংস্থার তরফে। তবে বিশেষজ্ঞদের মতে, ভারতের টেলিকম মার্কেটে এই প্যাটার্ন নতুন নয়। বরং সংস্থাগুলি এভাবে ভয়েস-অনলি প্ল্যান থেকে নিজেদের ফোকাস ডেটা-সংবলিত পরিষেবার দিকেই বেশি করে আবদ্ধ করতে চাইছে। আর সেই কারণেই এই ধরনের প্ল্যান ধীরে ধীরে বাজার থেকে অদৃশ্য হয়ে যাচ্ছে।
