shono
Advertisement

Breaking News

Amazon

পুজোর আগেই আমাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল! কবে শুরু হচ্ছে?

ফ্লিপকার্টও ঘোষণা করেছে নতুন সেলের।
Published By: Biswadip DeyPosted: 12:29 AM Sep 05, 2025Updated: 12:29 AM Sep 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোয় নতুন মোবাইল ফোন কিনবেন ভাবছেন? অথবা অন্য কোনও ইলেকট্রনিক সরঞ্জাম বা অন্য কিছু কেনার ইচ্ছে রয়েছে? তাহলে আপনার জন্য সুবর্ণ সুযোগ। আসলে আমাজন মানেই ছাড়ের মহা সমারোহ। মাঝে মাঝেই ই-কমার্স সংস্থা দুরন্ত সব ডিসকাউন্ট অফার দেয়। গ্রাহকরাও তাই অপেক্ষায় থাকেন। এবার ফের এসেছে সুযোগ। মনিটর, প্রিন্টার বা স্টোরেজ ডিভাইস কিনতে পারবেন। পারবেন আরও নানা সামগ্রী। তাও অসাধারণ ছাড়ে। ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আমাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল। ২২ তারিখ থেকে দেশে লাগু হবে জিএসটির নতুন স্ল্যাব। আর তার পরের দিন থেকেই শুরু হচ্ছে আমাজনের ফেস্টিভ্যাল সেল।

Advertisement

তবে এখনও পর্যন্ত এই সেল সম্পর্কে বিস্তারিত কোনও বিবরণ দেওয়া হয়নি। তবে প্রাইম মেম্বারদের জন্য সেলটি শুরু হবে আগের দিন থেকেই। পাশাপাশি ওয়েবসাইটে এও জানানো হয়েছে '৮ পিএম ডিলস'-এর মতো ডিলও থাকবে। থাকছে স্মার্টফোন এক্সচেঞ্জ ও আরও নানা আকর্ষণ। মনে করা হচ্ছে, অন্যবারের মতো অ্যান্ড্রয়েড ও আইফোনের রকমারি অফার থাকবে। পাশাপাশি পুজোর আগে ঘর সাজানোর সরঞ্জাম বা অন্য কিছু কেনার পরিকল্পনা থাকলেও এই ফেস্টিভ্যাল আপনার জন্য দারুণ সুযোগ এনে দিতে পারে।

এদিকে ফ্লিপকার্টও তাদের ওয়েবসাইট ও অ্যাপ আপডেট করেছে। জানিয়ে দিয়েছে বিগ বিলিয়ন ডেজ সেলের কথা। তবে ওয়ালমার্টের মালিকানাধীন ই-কমার্স প্ল্যাটফর্ম এখনও বিস্তারিত কিছু জানায়নি। দেখার, তারা কবে থেকে এই সেল শুরু করে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আমাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল।
  • ২২ তারিখ থেকে দেশে লাগু হবে জিএসটির নতুন স্ল্যাব।
  • আর তার পরের দিন থেকেই শুরু হচ্ছে আমাজনের ফেস্টিভ্যাল সেল।
Advertisement