ফেসবুক, ইনস্টাগ্রাম, জিমেল, নেটফ্লিক্স। একের পর এক অনলাইন পরিষেবা ও প্ল্যাটফর্ম আক্রান্ত! ফাঁস (Data Breach) একের পর এক গ্রাহকের পাসওয়ার্ড। সংখ্যাটা প্রায় ১৫ কোটি। প্রকাশ্যে এল এমনই এক বিস্ফোরক রিপোর্ট। যার ফলে সাইবার নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে যাচ্ছে।
সংবাদসংস্থা পিটিআই এবং সাইবার নিরাপত্তা গবেষক জেরেমিয়া ফাউলারের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বজুড়ে প্রায় ১৪ কোটি ৯০ লক্ষ ইউজারের বিভিন্ন প্ল্যাটফর্মের পাসওয়ার্ড জনসমক্ষে চলে এসেছে। এমনকী ওই তথ্যগুলি চলে যেতে পারে হ্যাকারদের হাতেও। এই তালিকায় সাধারণ নাগরিক যেমন আছেন, তেমন বড় বড় সংস্থা, এমনকী গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের অফিসিয়াল হ্যান্ডেলের পাসওয়ার্ডও রয়েছে। যা জাতীয় নিরাপত্তার জন্য বড় ঝুঁকির কারণ হতে পারে।
জানা গিয়েছে, এই পাসওয়ার্ড ফাঁসে সবচেয়ে বেশি প্রভাবিত জিমেল। গুগলের ইমেল পরিষেবা সংক্রান্ত প্লাটফর্মটির ৪ কোটি ৮০ লক্ষ অ্যাকাউন্টের পাসওয়ার্ড ফাঁস হয়ে গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ফেসবুকের ১ কোটি ৭০ লক্ষ অ্যাকাউন্ট, ইনস্টাগ্রামের ৬৫ লক্ষ অ্যাকাউন্ট, নেটফ্লিক্সের ৩৪ লক্ষ অ্যাকাউন্ট, ইয়াহু-র ৪০ লক্ষ অ্যাকাউন্ট এবং আউটলুকের ১৫ লক্ষ অ্যাকাউন্টের গোপন তথ্য ফাঁস হয়ে যেতে পারে। এর বাইরে ক্রিপ্টো ওয়ালেট, ব্যাঙ্কিং এবং ক্রেডিট কার্ডের লগ ইন তথ্যও প্রকাশ্যে চলে এসেছে।
একটি উন্মুক্ত ডেটাবেসে এই পাসওয়ার্ডগুলি অসুরক্ষিত অবস্থায় সঞ্চিত রয়েছে। অর্থাৎ হ্যাকাররা চাইলে এই তথ্য যে কোনও সময় হাতিয়ে নিতে পারে। এর ফলে ব্যক্তিগত তথ্য চুরি, আর্থিক জালিয়াতির মতো বহু অপরাধ ঘটার সম্ভাবনা রয়েছে। বিপুল তথ্য ফাঁসের জেরে সাধারণ ইউজাররা যেমন বিপাকে পড়তে পারে, তেমনই বড় বড় সংস্থা এমনকী জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।
