সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এসআইআর সংক্রান্ত BLO অ্যাপে বড়সড় বদল। এবার ফর্ম আপলোডের পর মিলবে এডিটের অপশন। অর্থাৎ কোথাও কোনও ভুল হলে তা সংশোধন করে নেওয়া যাবে সহজেই। যদিও এই ক্ষমতা থাকছে না বিএলওদের হাতে। এডিটের সুযোগ পাবেন ERO এবং AERO'রা।
রাজ্যে জোরকদমে চলছে এসআইআরের কাজ। তবে পরিস্থিতির জটিলতা বুঝে সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন। এখনও ফর্ম পূরণ ও জমা দেওয়ার কাজ চলছে। পাশাপাশি বিশেষ অ্যাপের মাধ্যমে সেই ফর্ম আপলোড করছেন বিএলওরা। অনেকক্ষেত্রেই দেখা যাচ্ছে আপলোডের সময় কিছু ভুল থেকে যাচ্ছে। এতদিন তা সংশোধনের উপায় ছিল না। তবে আজ, সোমবার থেকে বিএলও অ্যাপে এডিট অপশন মিলবে বলেই জানাল নির্বাচন কমিশন। তবে বিএলওরা তা করতে পারবেন না। বিএলওরা ফর্ম আপলোডে ভুল করলে তা শুধরে নিতে পারবেন ERO এবং AERO'রা।
প্রসঙ্গত, প্রথমে বিএলও অ্যাপে ছিল এডিট অপশন। পরবর্তীতে তা বন্ধ করে দেওয়া হয়। যদিও তারপর কমিশন জানিয়েছিল, অ্যাপে তথ্য সংশোধনের সুযোগ দেওয়া হবে। সেই মতোই এবার চালু করা হচ্ছে এডিট অপশন। বিরোধীরা বারবার দাবি করেছে, বিএলও-দের চাপ দিয়ে ভুয়ো নাম এন্ট্রি করানো হচ্ছে। তবে কি সেই কারণেই ফের এডিট অপশন আনল কমিশন? প্রশ্ন ওয়াকিবহাল মহলের।
