shono
Advertisement

Breaking News

Facebook

এক দশক আগের জনপ্রিয় ফিচার ফিরছে ফেসবুকে! ফিরবে নস্ট্যালজিয়া?

হঠাৎ ২০১৪ সালে বন্ধ হওয়া ফিচারকে কেন ফেরাচ্ছে মেটা?
Published By: Biswadip DeyPosted: 12:55 PM Sep 06, 2025Updated: 12:55 PM Sep 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখতে দেখতে অনেক বছর হয়ে গেল ফেসবুকের। এসে গিয়েছে পরের প্রজন্মও। এই অবস্থায় মেটা ফেরাচ্ছে ক্লাসিক ও নস্ট্যালজিয়া উদ্রেককারী এক ফিচার! সেই ফিচার 'পোক' নিশ্চিতভাবেই নস্ট্যালজিয়া ফেরাবে বহু ইউজারের। ২০০৪ সালে এই ফিচারটির প্রথম দেখা মিলেছিল ফেসবুকে। সংস্থার তরফেই জানানো হয়েছে এবার ফের সেই ফিচারকে ফিরিয়ে আনা হচ্ছে। তবে আরও নতুন ভাবে। স্বাভাবিক ভাবেই পোক নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।

Advertisement

কী এই পোক ফিচার?

২০০৪ সালে পোক ফিচার আত্মপ্রকাশ করে ফেসবুকে। সোজা কথায় কারও মনঃসংযোগ পেতে এই ফিচারের জুড়ি ছিল না। ফলে তা অচিরেই জনপ্রিয় হয়ে ওঠে। এমনকী 'ফ্লার্ট' করতেও কোনও কোনও ইউজার পছন্দের মানুষটিকে পোক করতেন। মূলত তরুণ প্রজন্মের মধ্যে তাই এই ফিচারের জুড়ি মেলা ছিল ভার। তবে সময়ের সঙ্গে সঙ্গে মেসেঞ্জার, লাইক ও বিভিন্ন রকমের রিঅ্যাকশন আরও বেশি জনপ্রিয় হয়ে ওঠে। ধীরে ধীরে পোক তার গুরুত্ব হারায়। ২০১৪ সালে সেটিকে সরিয়েও দেওয়া হয়।


পোকের প্রত্যাবর্তন

এখন ইউজাররা সরাসরি ফেসবুক প্রোফাইল থেকেই বন্ধুদের পোক করতে পারবেন। সার্চ করে কিংবা অন্য কোনও পেজ থেকে তাকে খুঁজে পাওয়ারও দরকার নেই। সরাসরিই তা করা যাবে। একই ভাবে আপনাকে কেউ পোক করলে আপনি নোটিফিকেশন পাবেন। তাছাড়া এবার নানা ইমোজি ব্যবহার করারও সুযোগ থাকছে। নিশ্চিত ভাবেই এই ফিচার পুরনো ইউজারদের নস্ট্যালজিয়া ফেরাবে। পাশাপাশি তা আকর্ষণ করবে নতুন প্রজন্মকেও। আর সেটাই লক্ষ্য মেটার। আরও বেশি করে জেন জেডকে ফেসবুকের প্রতি আকর্ষিত করা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মেটা ফেরাচ্ছে ক্লাসিক ও নস্ট্যালজিয়া উদ্রেককারী এক ফিচার! সেই ফিচার 'পোক' নিশ্চিতভাবেই নস্ট্যালজিয়া ফেরাবে বহু ইউজারের।
  • ২০০৪ সালে এই ফিচারটির প্রথম দেখা মিলেছিল ফেসবুকে।
  • সংস্থার তরফেই জানানো হয়েছে এবার ফের সেই ফিচারকে ফিরিয়ে আনা হচ্ছে। তবে আরও নতুন ভাবে।
Advertisement