সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাবছেন নতুন ফোন কিনবেন? তাহলে আপনার জন্যই শীর্ষস্থানীয় ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে শুরু হয়েছে নয়া সেল! যার নাম ‘ফ্লিপকার্ট বিগ বচত ডেজ’। চলবে ৫ নভেম্বর পর্যন্ত। অর্থাৎ বুধবার রাত পর্যন্ত সুযোগ থাকছে এই সেলের সুবিধা নেওয়ার। আইফোন ১৬ থেকে স্যামসাং গ্যালাক্সি এফ১৬- রকমারি ফোনে থাকছে বিপুল ছাড়ের সুযোগ। আসুন জেনে নেওয়া যাক।
স্যামসাং গ্যালাক্সি এফ১৬ ৫জি
৪ জিবি র্যাম। ১২৮ জিবি রম। ১৬.৯১ সেন্টিমিটারের ফুল এইচবি ডিসপ্লে। ৫০ মেগাপিক্সেল, ৫ মেগাপিক্সেল, ২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ৫ হাজার এমএএইচ ব্যাটারি। এই ফোনটির দাম ১২ হাজার ৪৯৯ টাকা। কিন্তু এখানে পেয়ে যাবেন মাত্র ৯ হাজার ৪০০ টাকায়।
আইফোন ১৬
১২৮ জিবি রম। ১৫.৪৯ সেন্টিমিটারের সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে। ৪৮ মেগাপিক্সেল ও ১২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এ১৮ চিপ, ৬ কোর প্রসেসর। এর দাম ৬৯,৯০০ টাকা। এখানে মিলবে মাত্র ৪৭ হাজার ৩০০ টাকা। অর্থাৎ ২২ হাজারের বেশি টাকার সাশ্রয়!
রিয়েলমি ১৫ ৫জি
৪ জিবি র্যাম। ১২৮ জিবি রম। ১৭.২৭ সেন্টিমিটারের ডিসপ্লে। ৫০ মেগাপিক্সেল, ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ৭ হাজার এমএএইচ ব্যাটারি। এই ফোনটির দাম ২৫ হাজার ৯৯৯ টাকা। কিন্তু এখানে পেয়ে যাবেন মাত্র ১৯ হাজার ৯০০ টাকায়।
মোটোরলা জি৮৫ ৫জি
৪ জিবি র্যাম। ১২৮ জিবি রম। ১৬.৯৪ সেন্টিমিটারের ফুল এইচডি ডিসপ্লে। ৫০ মেগাপিক্সেল, ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ৫ হাজার এমএএইচ ব্যাটারি। এই ফোনটির দাম ১৫ হাজার ৯৯৯ টাকা। কিন্তু এখানে পেয়ে যাবেন মাত্র ১২ হাজার ১০০ টাকায়।
