shono
Advertisement
Flipkart Big Bachat Days Sale

ভাবছেন নতুন ফোন কিনবেন? আপনার জন্য হাজির ফ্লিপকার্ট বিগ বচত ডেজ

জেনে নিন সেরা ডিলগুলি।
Published By: Biswadip DeyPosted: 04:22 PM Nov 04, 2025Updated: 06:20 PM Nov 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাবছেন নতুন ফোন কিনবেন? তাহলে আপনার জন্যই শীর্ষস্থানীয় ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে শুরু হয়েছে নয়া সেল! যার নাম ‘ফ্লিপকার্ট বিগ বচত ডেজ’। চলবে ৫ নভেম্বর পর্যন্ত। অর্থাৎ বুধবার রাত পর্যন্ত সুযোগ থাকছে এই সেলের সুবিধা নেওয়ার। আইফোন ১৬ থেকে স্যামসাং গ্যালাক্সি এফ১৬- রকমারি ফোনে থাকছে বিপুল ছাড়ের সুযোগ। আসুন জেনে নেওয়া যাক।

Advertisement

স্যামসাং গ্যালাক্সি এফ১৬ ৫জি

৪ জিবি র‍্যাম। ১২৮ জিবি রম। ১৬.৯১ সেন্টিমিটারের ফুল এইচবি ডিসপ্লে। ৫০ মেগাপিক্সেল, ৫ মেগাপিক্সেল, ২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ৫ হাজার এমএএইচ ব্যাটারি। এই ফোনটির দাম ১২ হাজার ৪৯৯ টাকা। কিন্তু এখানে পেয়ে যাবেন মাত্র ৯ হাজার ৪০০ টাকায়।

আইফোন ১৬

১২৮ জিবি রম। ১৫.৪৯ সেন্টিমিটারের সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে। ৪৮ মেগাপিক্সেল ও ১২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এ১৮ চিপ, ৬ কোর প্রসেসর। এর দাম ৬৯,৯০০ টাকা। এখানে মিলবে মাত্র ৪৭ হাজার ৩০০ টাকা। অর্থাৎ ২২ হাজারের বেশি টাকার সাশ্রয়!

রিয়েলমি ১৫ ৫জি

৪ জিবি র‍্যাম। ১২৮ জিবি রম। ১৭.২৭ সেন্টিমিটারের ডিসপ্লে। ৫০ মেগাপিক্সেল, ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ৭ হাজার এমএএইচ ব্যাটারি। এই ফোনটির দাম ২৫ হাজার ৯৯৯ টাকা। কিন্তু এখানে পেয়ে যাবেন মাত্র ১৯ হাজার ৯০০ টাকায়।

মোটোরলা জি৮৫ ৫জি

৪ জিবি র‍্যাম। ১২৮ জিবি রম। ১৬.৯৪ সেন্টিমিটারের ফুল এইচডি ডিসপ্লে। ৫০ মেগাপিক্সেল, ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ৫ হাজার এমএএইচ ব্যাটারি। এই ফোনটির দাম ১৫ হাজার ৯৯৯ টাকা। কিন্তু এখানে পেয়ে যাবেন মাত্র ১২ হাজার ১০০ টাকায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শীর্ষস্থানীয় ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে শুরু হয়েছে নয়া সেল! যার নাম ‘ফ্লিপকার্ট বিগ বচত ডেজ’। চলবে ৫ নভেম্বর পর্যন্ত।
  • অর্থাৎ বুধবার রাত পর্যন্ত সুযোগ থাকছে এই সেলের সুবিধা নেওয়ার।
  • আইফোন ১৬ থেকে স্যামসাং গ্যালাক্সি এফ১৬- রকমারি ফোনে থাকছে বিপুল ছাড়ের সুযোগ।
Advertisement