সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুগটা প্রযুক্তির। আর এই যুগে ব্যক্তিগত তথ্য নাকি হাতে পেয়ে যাচ্ছে গুগল! ইউজারের সার্চ হিস্ট্রি, অবস্থান, কথাবার্তা- সবই নাকি ট্র্যাক করা হচ্ছে! সম্প্রতি সংবাদমাধ্যমের সূত্রে জানা যাচ্ছে, গুগল ইউজারদের জিমেল মেসেজ স্ক্যান করে এআইকে প্রশিক্ষণ দিচ্ছে। যদিও গুগল এই রিপোর্টকে 'বিভ্রান্তিকর' বলে দাবি করেছে।
দেখা যাচ্ছে, প্রতিটি ডিভাইসেই অন থাকে স্মার্ট ফিচার। আর এর ফলেই গোপনীয়তা লঙ্ঘিত হচ্ছে। একে অফ করলেই আর তেমন সম্ভাবনা থাকবে না। আসুন জেনে নেওয়া যাক স্মার্ট ফিচার ঠিক কী।
গুগলের তরফে পরিষ্কার জানানো হয়েছে, স্মার্ট ফিচার হল এমন সব টুল যা জিমেল ইউজাররা বছরের পর বছর ধরে ব্যবহার করে আসছেন। যথা, স্পেল চেকিং, ক্যালেন্ডার ইন্টিগ্রেশন ইত্যাদি। এগুলি অন করা থাকলে সংস্থা কনটেন্টকে ব্যবহার করতে পারে ইউজারদের অভিজ্ঞতাকে আরও বর্ণনয় করে তুলতে। কিন্তু এটা জেমিনির ট্রেনিংয়ের তথ্য থেকে একেবারেই আলাদা বলে জানিয়ে দিয়েছে সুন্দর পিচাইয়ের সংস্থা।
কেমন করে অফ রাখবেন স্মার্ট ফিচার
ডেস্কটপের ক্ষেত্রে
জিমেল খুলে সেটিংসে যান।
সিলেক্ট করুন অল সেটিংসে।
সেখান থেকে জেনালের ট্যাবে গিয়ে স্ক্রল ডাউন করে বেছে নিন 'স্মার্ট ফিচার্স অ্যান্ড পার্সোনাইলেজেশন'-ও।
'টার্ন অন স্মার্ট ফিচার্স ইন জিমেল, চ্যাট অ্যান্ড মিট' লেখা বক্সের পাশে 'আনচেক' করে দিন।
এরপর 'গুগল ওয়ার্কস্পেস স্মার্ট ফিচার্স'-এ গিয়ে ক্লিক করুন ম্যানেজ ওয়ার্কস্পেস স্মার্ট ফিচার সেটিংসে। টার্ন অফ করুন।
সবশেষে পেজের একেবারে নিচে 'সেভ চেঞ্জেস'-এ ক্লিক করুন।
মোবাইলের ক্ষেত্রে
আপনার ফোনে জিমেল অ্যাপ খুলে মেনু আইকনে ট্যাপ করুন।
সেখান থেকে সেটিংসে যান। ট্যাপ করুন।
যে অ্যাকাউন্টের জন্য পরিবর্তন করতে চান সেটা সিলেক্ট করুন।
এবার জেনারেল সেকশনে গিয়ে স্মার্ট ফিচার্স খুঁজে বের করুন।
স্মার্ট ফিচার্সের পাশে থাকা বক্তটি আনচেক করে দিন।
