shono
Advertisement
AI Tools

ভিডিও এডিট করতে গিয়ে হিমশিম? নিখরচায় মুশকিল আসান করবে এই ৪ AI টুল

ব্যবহার করে দেখুন এখনই।
Published By: Tiyasha SarkarPosted: 11:39 AM Jan 06, 2026Updated: 06:46 PM Jan 06, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়ের সঙ্গে সঙ্গে সোশাল মিডিয়া উপার্জনের এক বড় মাধ্যম হয়ে উঠেছে। ফলে অনেকেই চাইছেন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের জন্য কনটেন্ট তৈরিকেই পেশা করতে। তবে সেখানেও কিছু সমস্যা তো রয়েছে। কীভাবে ভিডিও এডিট করবেন, তা নিয়ে চিন্তায় পড়েন অনেকে। কারণ প্রথমেই ক্যামেরা, এডিটিং অ্যাপের জন্য বড় অংক খরচ করা সকলের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। কিন্তু জানেন কি মুশকিল আসান হতে পারে AI টুল? রয়েছে এমন কিছু টুল যা বিনামূল্য ভিডিও এডিট করে দিতে পারে আপনার মনের মতো করে। চলুন আজ জেনে নিন সেগুলো কী কী।

Advertisement

১. VEED.IO- তালিকায় প্রথমেই রয়েছে VEED.IO। শর্ট ভিডিও তৈরির জন্য এই টুল আর্দশ। সাইন আপ করার পর যেতে হবে ক্রিয়েট প্রজেক্টে। এরপর বেছে নিতে হবে কোন প্ল্যাটফর্মের জন্য ভিডিও করতে চাইছেন সেটা। এরপর ভিডিও অ্যাড করে প্রয়োজন মতো সাবটাইটেল ও অডিও যোগ করে ফেললেই কেল্লাফতে!

২. Descript- ব্যবহার করতে পারেন Descript। নিমেষে ভিডিও তৈরি করতে পারবেন এই টুল ব্যবহার করে। টেক্সট ডকুমেন্ট ব্যবহার করেও ভিডিও তৈরি করতে পারবেন এতে।

৩. Invideo- এই টুল ব্যবহার করে ভিডিও তৈরি করতে হলে আপনাকে সবিস্তারে লিখতে হবে ঠিক কী চাইছেন। কেমন ভয়েসওভার প্রয়োজন। ব্যস, তাহলেই আপনার কাজ শেষ। এরপর এআই-ই আপনার জন্য তৈরি করে দেবে ভিডিও।

৪. Wisecut- ভিডিও তৈরির জন্য চোখ বন্ধ করে ভরসা করতে পারেন Wisecut-এর উপর। সাবটাইটেল যুক্ত করার পাশাপাশি ভিডিওর অপ্রয়োজনীয় শব্দ বাদ, সবটাই করতে পারবেন এতে। তাও আবার একেবারে বিনামূল্য।

যারা বিনিয়োগ না করেই সোশাল মিডিয়ার জন্য ভিডিও তৈরি করতে চাইছেন, তাঁদের আর চিন্তা কী! হাতে থাকা মোবাইলে রেকর্ড করুন ভিডিও। উপরের যে কোনও এআই টুল ব্যবহার করে তা এডিট করে আপলোড করে দিন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement